সামনেই দীপাবলি। এই আলোর উৎসব শুরু হয় ধনতেরাসের মধ্যে দিয়ে। দীপাবলীর আগে তৃতীয়ার দিন পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস। এই দিন উপলক্ষে গৃহলক্ষ্মীরা সোনা, রুপো, ধাতুর বাসন বিভিন্ন জিনিস কিনে থাকেন। এই দিন দেবী লক্ষ্মী এবং ধন সম্পদের দেবতা কুবেরের পুজো করা হয়।
এই দিনে ভগবান শিবকে ৫টি চাল নিবেদন করে ভোলেনাথ প্রসন্ন হন। এছাড়াও কথিত আছে, এদিন লক্ষ্মী বা কুবেরের পুজো করে ২১ টি চাল লাল কাপড়ে মুড়িয়ে আপনার ভল্টে রাখলে আর্থিক কষ্ট দূর হয়। বাসস্থানের বাইরে দক্ষিণ মুখ করে ১৩ টি তিলের প্রদীপ জ্বালাতে পারেন৷।