শৈশব মানেই মিকি মাউজ (Mickey Mouse)! আর, তার বিভিন্ন চমকপ্রদ কিসসা! মিকির (Mickey Mouse) সহচর ছিল মিনি মাউজ (Minnie Mouse)। লাল ফ্রক পরা সেই মেয়েটিও মিকির সঙ্গে মিলেই ঘটাত একের পর এক মজাদার ঘটনা।
মোবাইল বা সোশ্যাল মিডিয়া (Social media) আসার আগের সেই দুনিয়াজুড়ে ফ্যান ফলোয়িং ছিল এই দুই কার্টুন চরিত্রের (Cartoon characters)। সময় অনেকটা বদলালেও, এদের জনপ্রিয়তায় এখনও তেমন ভাঁটা পড়েনি।
আরও পড়ুন: 'আমার ওপর ভরসা রেখেছিলে বলে আমি কৃতজ্ঞ', ছেলেকে খোলা চিঠি লিখলেন দিয়া মির্জা
তবে, সময়ের সঙ্গে সঙ্গে বদল তো অবশ্যম্ভাবীই। ডিজনিও (Disney) তার ব্যতিক্রম নয়। সেই কথা মাথায় রেখেই সেই জনপ্রিয় চরিত্র মিনি মাউজের (Minnie Mouse) পোশাক বদল হল দীর্ঘ নয় দশকেরও বেশি সময় পর। অতি পরিচত ও জনপ্রিয় লাল ফ্রক থেকে সে এবার সজ্জিত পুরোদস্তুর প্যান্ট-স্যুটে (Pant-suit)।
মিনি মাউসের (Minnie Mouse) এই প্যান্ট-স্যুট তৈরি করেছেন বিখ্যাত ডিজাইনার স্টেলা ম্যাকার্টনি (Stella McCartney)।
জানা গিয়েছে, এর মাধ্যমে আসন্ন ‘উইমেন’স হিস্ট্রি মান্থ’-কে (Women's history month) উদযাপন করতে চেয়েছেন তিনি।