আজকাল বিয়ে থেকে অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকী থেকে অন্তঃসত্ত্বাকাল সবকিছুতেই ফটোশ্যুটের চল রয়েছে। সাজিয়ে গুছিয়ে বিশেষ দিনটিকে আজীবন যত্নে রাখতেই হাজার হাজার টাকা খরচ করেন অনেকেই। কিন্তু এবার লরেন ব্রুক নামের এক মার্কিন মহিলা উদযাপন করলেন ডিভোর্স। লাল গাউনে সেজে নানা রকম পোজে ছবি তুললেন তিনি। স্বামীর সঙ্গে নিজের ছবি ছিঁড়ে, হিল জুতোয় তা নষ্ট করে আগুনে ফিরিয়ে দেন তিনি।
Summer-Spices: পেট রাখতে হবে ঠান্ডা, তীব্র গরমে রান্নায় ভুলেও ব্যবহার করবেন না এই ৫ মশলা
এই ছবি এখন নেটপাড়ায় তুমুল ভাইরাল। আসলে জীবনে ভালথাকা মানে তো যা কষ্ট দেয় তা থেকে বেরিয়ে আসা। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আনন্দ পেয়েই এই ফটোশ্যুট করেন তিনি। এমনই সব ছবির সঙ্গে তিনি লিখেছেন, "এভাবেই বিচ্ছেদকে উদযাপন করতে হয়।"