দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর অপেক্ষা থাকে কালীপুজোর (Kali Puja 2022) । আর কালীপুজো মানেই আলোর (Diwali) উৎসব । মুম্বই (Mumbai) ,দিল্লিতে (Delhi) আবার সেই উৎসবের নাম দীপাবলি বা দিওয়ালি (Diwali 2022) । এবছর দীপাবলি পড়েছে ২৪ অক্টোবর । সাধারণত, দেশজুড়ে পাঁচদিন ধরে দিওয়ালি পালিত হয় । শুরু হয় ধনতেরাস দিয়ে, শেষ হয় ভাই ফোঁটায় ।
দীপাবলি বা দিওয়ালি শুরু হয়ে যায় ধনতেরাস (Dhanteras) থেকেই । এদিন ধন্বন্তরী দেব, মালক্ষ্মী ও কুবের দেবের পূজা করা হয় । সোনা-রূপা, মূলত ধাতুর জিনিস কেনার নিয়ম রয়েছে । এবছর ধনতেরাস পড়েছে ২২ অক্টোবর ।
ধনতেরাসের পরে,আর দিওয়ালির আগের দিন হল ভূত চতুর্দশী (Bhut Chaturdashi) । এদিন,বাড়ির কোণায় কোণায় প্রদীপ জ্বালানো হয় । বাঙালিদের মধ্যে অনেকের এদিন চোদ্দ শাক খাওয়ার নিয়ম থাকে । চতুর্দশী বলে, ১৪ টা প্রদীপ জ্বালানোর নিয়ম থাকে ।
দিওয়ালি বা দীপাবলীর (Diwali 2022) অর্থ প্রদীপ বা দীপের মালা । বাঙালিরা এদিন মা কালীর পুজো করলেও অবাঙালিদের ঘরে ঘরে এদিন লক্ষ্মী ও গণেশের পুজো হয়ে থাকে । বাঙালিদের মধ্যেও অনেকে কার্তির অমাস্যায় লক্ষ্মীপুজো করেন । বিশ্বাস করা হয় যে,দীপাবলিতে লক্ষ্মীদেবীর আরাধনা করলে জীবনে যশ ও গৌরব বজায় থাকে এবং অর্থের অভাব দূর হয় । এবছর লক্ষ্মী পূজার মুহূর্ত হল, সন্ধ্যা ৬:৫৪ থেকে রাত ৭:১৬ মিনিট পর্যন্ত । লক্ষ্মী পুজোর পর বাড়ির ছোট-বড়রা মিলে বাজি পোড়ায় । আলোর রোশনাইয়ে ঝলমল করে গোটা দেশ ।
সাধারণত, দিওয়ালির পরের দিনই হয় গোবর্ধন পুজো । তবে এবছর দিওয়ালির দু'দিন পর পড়েছে গোবর্ধন পুজো । ২৬ অক্টোবর হবে গোবর্ধন পুজো ।
ভাই ফোঁটা এবার দু'দিন পড়েছে । ২৬ অক্টোবর দুপুরে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে । ছাড়ছে ২৭ অক্টোবর । দু'দিনই ভাইফোঁটা দেওয়ার সুযোগ থাকছে দিদি-বোনদের ।