দরজায় কড়া নাড়ছে আলোর উৎসব । বাংলায় তা কালীপুজো, মুম্বই, দিল্লিতে দিওয়ালি । দুর্গাপুজোর পর আরও একটা এমন উৎসব, যেখানে আবার হইহই, খাওয়া-দাওয়া আর নতুন জামা-কাপড় পরা । ফ্যাশন ট্রেন্ডে গা ভাসিয়ে দেওয়া । মেয়েদের জন্য এবার কালীপুজো বা দিওয়ালির ফ্যাশনে ট্রেন্ড করছে আনারকলি, অপগ্যাঞ্জা, ইন্ডিগো । তবে, ফ্যাশন কি শুধু মেয়েদেরই নাকি ? ছেলেরাই বা বাদ যাবে কেন ? পিকচার পারফেক্ট লুকের জন্য এবছর কালীপুজোয় কী ধরনের পোশাক বেছে নেবেন পুরুষরা, তার জন্য রইল কিছু দারুণ টিপস ।
নেহেরু জ্যাকেটস
কুর্তা হোক বা শার্ট, নেহেরু জ্যাকেটস সবেতেই দারুণ মানায় । সবসময় একটা স্মার্ট লুক এনে দেয় । এটা খুবই জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ড । তাই, দিওয়ালিতে পিকচার পারফেক্ট লুক পেতে গেলে নেহেরু জ্যাকেটস ভাল অপশন হতে পারে ।
শর্ট কুর্তা
দিওয়ালির পার্টিতে যাবেন, কী পরবেন ভেবে পাচ্ছেন না ?সেক্ষেত্রে জিন্স কিংবা ট্রাউজারের উপর শর্ট কুর্তা আপনাকে স্টাইলিস লুক দিতে পারে । আর একটু এথনিক লুক চাইলে ধুতির সঙ্গেও ট্রাই করতে পারেন শর্ট কুর্তা ।
এমব্রয়ডারি কুর্তা
ছেলেদের ফ্যাশনে এখন কিন্তু টক অফ দ্য টাউন এমব্রয়ডারি কুর্তা । তাতে চিকনকারির কাজ থাকতে পারে কিংবা কোনও সুতোর কাজ । এগুলি পরেও আরাম, আর নানা ডিজাইন ও রং পাওয়া যায় ।
এথনিক বটমস
কুর্তার সঙ্গে কী পরবেন,প্যান্ট নাকি জিন্স ? এই বিষয়টা নিয়ে সবসময় একটা কনফিউশন তৈরি হয় । তবে এখন কিন্তু মার্কেটে প্রচুর অপশন । এই যেমন, সালোয়ার, যোধপুরী প্যান্টস, পালাজো টাইপের প্যান্ট । কালীপুজোয় ইমপ্রেসিভ লুক পেতে গেলে এগুলি কুর্তার সঙ্গে ট্রাই করতে পারেন ।