শুরু হয়ে গিয়েছে, বিয়ের মরসুম। পরপর বিয়ের ডেট রয়েছে। অনেকেই বিয়ের আগে এনগেজমেন্ট, রেজিস্ট্রি সেরে রাখেন। অর্থাৎ আংটি বদল করে, সইসাবুদ সেরে নেওয়া হয়।
বরকনের আংটি রাখুন দারুন একটি রিং প্ল্যাটারে। হাতেই বানাতে পারেন সেটি। শিখে নিন একটি DIY ।
প্রথমেই থালার আকারে একটি পিচবোর্ড কেটে নিন গোল করে, ওই একই মাপের একটি থার্মোকল কেটে, মুড়িয়ে নিন সার্টিনের কোনও গ্লসি কাপড়ে। বসিয়ে দিন চারিদিক পার্লের মতি.
Japan Lifestyle: অফিসে কাজের চাপ? চোখের জল মোছাতে 'সুপুরুষ যুবক' ভাড়া করছেন জাপানি মহিলারা
পিছনের দিকে সেলাই করা একটি গোল হুপ আন্দাজ মতো সোজা করে বসিয়ে তাতে জুড়ে দিন আর্টিফিসিয়াল ফ্লাওয়ার। এবার ওই হুপেই মালার আকারে পার্লের মালা গেঁথে জুড়ে দিন। সামনে বেশ কয়েকটি ফুল আর মতি আর জুড়ে দিলেই রেডি ওয়েডিং রিং প্ল্যাটার।