তীব্র গরমে টক দই খাওয়ার পরামর্শ দেওয়া হয়৷ এছাড়াও দইয়ের সরবত, দইয়ের ঘোল খেলে পেট ঠান্ডা থাকে। কিন্তু কিছু জিনিসের সঙ্গে বা পরে দই খেলেই ঘোর বিপদ হতে পারে। কী কী জিনিসের সঙ্গে ভুলেও দই খাবেন না জানুন...
যেমন আম আর দই একসঙ্গে খাওয়া মোটেই চলবে না৷ এতে পেট গরম হয়ে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
দই ঠান্ডা আর পেঁয়াজ গরম। তাই দই এবং পেঁয়াজ একসাথে খাওয়া ঠিক নয়।
ভাজাভুজি আর দই একসঙ্গে খাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। এর ফলে হজমে সমস্যা দেখা দিতে পারে। টক দইয়ের সঙ্গে তেল-ভাজা পোড়া খাবার হজমশক্তি আরও কমিয়ে দেয়।
খাসীর মাংস আর দই ও একসঙ্গে হজম করা সমস্যাজনক। তাই এড়িয়ে চলুন।
হালকা খাবার কিংবা দুপুর রোদে অল্প কিছু খাবার খাওয়ার পর দই খান।