আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ একবারও এই সময়ের মধ্যে পিঙ্ক হোয়াটঅ্যাপ এর নাম শোনেননি, এই ঘটনা কিন্তু খুব বিরল। অনেকে তো ব্যাপারটা কী বুঝতে ডাউনলোডও করে ফেলেছেন এই অ্যাপ। আপনি তাঁদের একজন নন তো?
Siuli Patar Bora: বঙ্গে বর্ষার এন্ট্রি, খিচুড়ির সঙ্গে জমবে শিউলি পাতার বড়া , জানুন মা-ঠাকুমাদের রেসিপি
জানেন কি এই অ্যাপ কতটা সাংঘাতিক?
পুলিশ সূত্রে খবর, জালিয়াতরা একটি লিংক পাঠাচ্ছে ব্যবহারকারীদের। বলা হচ্ছে ওই লিঙ্কে অ্যাপ আপডেট করলেই মিলবে গোলাপি অ্যাপের সুবিধা। আর যদি একটিবার এই টোপে আপনি পা দিয়ে দেন তাহলেই সমস্যা। এর ফলে আপনার গোটা ফোন হ্যাকারদের কাছে চলে যাচ্ছে। যা কাজে লাগিয়ে একাধিক জালিয়াতি, অপরাধমূলক কাজ বাড়ছে বলে খবর।
পিঙ্ক হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারির শিকার হওয়া কীভাবে এড়ানো যায়?
মুম্বই পুলিশের সতর্কতা অনুযায়ী এমন কোনও অ্যাপ ফোনে থাকলে প্রথমেই তা আনইনস্টল করুন , কোনও অযাচিত লিংকে ক্লিক করবেন না , করোও সঙ্গে ব্যক্তিগত তথ্য যেমন প্যান, আধার, ইউএএন , ওটিপি জাতীয় নম্বর শেয়ার করবেন না।