বাবা মানেই সন্তানের কাছে আশ্রয়স্থল। তাই বাবাকে ভালবাসার জন্য আলাদা করে কোনও দিন হয় না। তবুও,বাবাদের সম্মান জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবারে বিশ্বের ৮৭টি দেশে পালন করা হয় ফাদার্স ডে। আজ তৃতীয় রবিবার। সেই বিশেষ দিন। বিশ্বজুড়ে পালিত হচ্ছে ফাদার্স ডে। কিন্তু কেন পালিত হয় ফাদার্স ডে জানেন?
১৯৯০ সালে ওয়াশিংটনে প্রথম পালিত হয়েছিল প্রথম ডে। নেপথ্যে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোনোরা স্মার্ট ডড । সোনোরার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট,আমেরিকার গৃহযুদ্ধের সৈনিক ছিলেন। মাতৃহারা সোনোরা ও তাঁর পাঁচ ভাইবোনকে অনেক কষ্ট করে একা হাতে মানুষ করেছিলেন তাঁর বাবা উইলিয়াম।
বাবার এই কষ্টকে সম্মান জানাতে ফাদার্স ডে পালন করার সিদ্ধান্ত নেন সোনোরা। তিনি ৫ জুন, অর্থাৎ তাঁর বাবার জন্মদিনের দিন পিতৃ দিবস উদযাপন করেছিলেন। এরপর এই দিনটিকে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য লড়াই করেছেন সোনোরা।
আরও পড়ুন - বলিউডের 'বাপ কা বেটা', বাবা-ছেলের এই জুটিরা রাজ করেছেন বিনোদন জগতে
এরপরে পার্লামেন্টে বিল আনা হয়। শুরু হয় ডামাডোল। এরপরেও লড়াই ছাড়েননি সোনোরা। শেষ পর্যন্ত ১৯৬৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন সিদ্ধান্ত নিয়েছিলেন জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হবে পিতৃ দিবস।