ভারতের সংস্কৃতি হল বৈচিত্রের মধ্যে ঐক্য। এই দেশে বিভিন্ন উৎসব সাড়ম্বরে পালিত হয়। এক একটি মরসুমে এক-একটি উৎসব ঘিরে তৈরি হয় অনিবার্য মাদকতা। যা আরও রঙিন করে তোলে সংস্কৃতিকে। ভারতের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে নানা মহাকাব্যে বর্ণিত অগণিত ঘটনা। রাখি উৎসবও তার ব্যতিক্রম নয়।
মহাভারতের একটি কাহিনিতে অপূর্ব বর্ণনা রয়েছে রাখির। সেই কাহিনি থেকে জানা যায়, একটি যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের হাতের কবজিতে আঘাত লেগেছিল। তা দেখতে পেয়ে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। তারপর থেকেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসাবে মানতে শুরু করেন। তার সঙ্গেই এই উপকারের প্রতিদান দেওয়ারও অঙ্গীকার করেন কৃষ্ণ।
কৌরবদের সঙ্গে পাশা খেলার সময় পাণ্ডবরা সর্বস্ব খোয়ানোর পর যুধিষ্ঠির যখন যখন দ্রৌপদীকে 'বাজি' রেখে খেলতে গিয়ে হেরে যান,তখন চরম বিপদ উপস্থিত হয়। দুঃশাসন তাঁর বস্ত্রহরণ করতে শুরু করলে দ্রৌপদী ওই মুহূর্তে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে আরম্ভ করেন। দ্রৌপদীর সম্মানরক্ষা করে শ্রীকৃষ্ণ প্রতিদান দেন।
পুরাণের এই ঘটনাকেও রাখি উৎসব ও ভাই-বোনের সম্পর্কের এক জরুরি দিক বলে অভিহিত করেন পুরাণ-বিশেষজ্ঞরা।