শাইখা মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মখতুম। একজনেরই নাম। কে তিনি? এরই মধ্যে ভুলে গিয়েছেন? এই তো মাস দুয়েক আগে খবরে এলেন। ইনি দুবাইয়ের সেই রাজকুমারী যিনি ইন্সটাগ্রামে তাঁর স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন। সেই মাহরা এবার বাজারে আনতে চলেছে একটি সুগন্ধি, যার নাম ডিভোর্স পারফিউম।
দুবাইয়ের রাজকুমারীর প্রসাধনী ব্র্যান্ডের ‘মাহেরা এম১’ খুব শিগগির দুবাইয়ের বাজারে আনছে এক সুগন্ধি। নাম দেওয়া হয়েছে ‘ডিভোর্স’। কেন? সুগন্ধির নাম ডিভোর্স কেন? অনেকেই মনে করছেন, সদ্য ডিভোর্স হয়েছে তাঁর, বিচ্ছেদের স্মৃতি ক্ষত এখনও দগদগে বলেই কি এই সিদ্ধান্ত?
গত বছর দুবাই রাজকুমারী বিয়ে করেছিলেন শেইখ মানা বিন মহম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুমকে। চলতি বছরের মে মাসে তাঁদের কোল আলো করে এসেছিল ফুটফুটে এক মেয়ে। জুলাই মাসে রাজকুমারী নিজের ইন্সটা অ্যাকাউন্টে স্পষ্টই স্বামীর উদ্দেশে লেখেন, স্বামী তাঁর জীবনের নতুন সঙ্গীদের সঙ্গে ব্যস্ত থাকায় তিনি বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন, এবং সেই মুহুর্ত থেকেই তিনি শেইখ মানা বিনের প্রাক্তন স্ত্রী।
রাজকুমারী এবং তাঁর স্বামীর বৈবাহিক জীবন যে খুব মসৃণ চলছে না আগেই আঁচ পাওয়া গিয়েছিল। দিন কয়েক আগেই মা-মেয়ের ছবি ইন্সটায় পোস্ট করে রাজকুমারী লেখেন, 'শুধু আমরা দুজন'। রাজকুমারীর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জল্পনা বিগত কয়েকদিন ধরেই ছিল।
দুবাইয়ের রাজকুমারীর বিয়ে টিকেছিল এক বছরেরও কম সময়ের জন্য, মাস দশেক। আচ্ছা, একটা বিয়ে সবচেয়ে কম, কতটা সময়ের জন্য টিকতে পারে? আন্দাজ করুন, দু-এক বছর? না, তারও কম, কয়েক মাস? দিন, নাহ! ঘণ্টাও না। বিচ্ছেদের ইতিহাসে সেই নজির গড়েছে ৩ মিনিটের বিয়ে। কুয়েতের এক দম্পতির বিয়ে ৩ মিনিটের জন্য ক্ষণস্থায়ী ছিল। পাদ্রি সবে যুগলকে স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। পাদ্রির দিক থেকে ফিরতেই নব বধু পড়ে গেলেন, তা দেখে স্বামী বলে উঠলেন 'স্টুপিড'। ব্যাস...বিয়ের মৃত্যু হল সেখানেই।
ব্রিটেনে ২০০৪ সালে একটি বিয়ে টিকেছিল আরেকটু বেশি, ৯০ মিনিট মতো। স্ত্রীয়ের অভিযোগ ছিল, স্বামী কনেপক্ষকে বিয়েতে অপমান করেছেন।