বৃষ্টির পর আকাশজোড়া রামধনুর মায়াবি ছটা! মনে হয় যেন প্রকৃতির উপহার! সম্প্রতি কি আকাশে আগের চেয়ে একটু বেশিই ঘনঘন চোখে পড়ছে রামধনু? হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন। গবেশনাও তাই-ই বলছে। তবে এর পেছনে আসল কারণ অবশ্য জলবায়ুর বদল।
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, আগের চেয়ে এখন একটু বেশিই রামধনু দেখা যায় আকাশে, এবং আগামী দিনে আরও বেশি রামধনু দেখা যাবে আকাশে। আগামী শতাব্দীতে, মানে ২১০০-এর শুরুতে নাকি দৈনিক ৫ % বেশি রামধনু দেখা যাবে আকাশে।
Whatsapp privacy feature: গোপনীয়তায় আরও এক ধাপ, এবার অনলাইন স্ট্যাটাসও লুকনো যাবে হোয়াটসঅ্যাপে
তবে এত ঘনঘন রামধনু দেখা যাবে পৃথিবীর কোন অংশ থেকে? সব হিসেব করে বিজ্ঞানীরা বলছেন, উত্তর গোলার্দ্ধের যে অংশ ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে, এবং যেখানে গ্রীষ্মে বৃষ্টিপাত তুষারপাত কম হয়, সেই অঞ্চলেই সবচেয়ে বেশি দেখা যাবে রামধনু।