দশমী মানেই বিদায়ের বেলা, সব উৎসব উদযাপনের শেষ। মন খারাপের শুরু। বাতাসে বিষাদের সুর। কল্যাণপুরের বন্দ্যোপাধ্যায় বাড়িতে বরণ চলছে, এরপর হবে বাড়ির মহিলাদের সিঁদুর খেলা, প্রতিমা বিসর্জনের পর কাটবে অরন্ধন।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, এই পুজো আরম্ভ হয়েছিল ১১৫৭ বঙ্গাব্দে। কথিত আছে, মহিষাদলের রাজার সঙ্গে সখ্য হয়েছিল দাক্ষিণাত্য থেকে আসা সহস্ররাম বন্দ্যোপাধ্যায়ের। মহিষাদলের রাজাই নাকি কল্যাণপুর গ্রামটি উপহার দিয়েছিলেন বন্দ্যোপাধ্যায়দের।
অষ্টমীর সন্ধিপুজোয় পুরনো রীতি মেনে এখনও বন্দুক ফাটানো হয়। নবমীতে হয় পাঁঠাবলি ।দশমীতে বিসর্জনের আগে পর্যন্ত পরিবারে অরন্ধন। সকালে পরিবারের সদস্যরা পান্তা ভাত খান। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন হলে, তবেই রান্নাঘরে হাড়ি চড়ে।