দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজ । তার আশেপাশের বড় পুজো বলতে বাবুবাগান সর্বজনীন । প্রতিবছরই তাদের থিম থাকে নজরকাড়া । এবারও অভিনব থিম বাবুবাগানের । গোটা মণ্ডপ এবার সেজে উঠেছে কয়েনে । সেখানে যেমন ১০ টাকার কয়েন রয়েছে, তেমনই রয়েছে বহু যুগ আগের ২ পয়সা, ২০ পয়সার কয়েন । এবার বাবুবাগান সর্বজনীনের থিম 'মা তুঝে সালাম'।
'মা তুঝে সালাম'-এর মধ্যে 'মা'বলতে দুই মাকে বোঝানো হয়েছে । এক মা হল মা দুর্গা, আরেক মা হল দেশমাতৃকা । এবারের থিমের মধ্যে দিয়ে দুই জননীকেই শ্রদ্ধা জানানো হয়েছে । এবছর দেশজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে 'আজাদি কা অমৃত মহোৎসব' । বাবুবাগানের থিমেও রইল স্বাধীনতার ৭৫ বছরের ছোঁয়া । স্বাধীনতা পরবর্তী প্রকাশিত মুদ্রা দিয়ে সেজে উঠেছে মণ্ডপ । কোথাও আসল, কোথাও নকল মুদ্রা ব্যবহার করা হয়েছে । কয়েনের মধ্যে বিভিন্ন দেশনায়কদের প্রতিচ্ছবি যেমন থাকছে, তেমনই মা দুর্গাকেও কয়েনে রূপ দেওয়া হয়েছে । এই কয়েনের মাধ্যমে ৭৫ বছরের দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ।
পুজোর কোষাধ্যক্ষ তথা শিল্পী সুজাতার গুপ্তর কথায়, এই মণ্ডপ তৈরি করতে প্রায় দুই মাসের বেশি সময় লেগেছে । খরচ হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা । মণ্ডপসজ্জায় সাধারণ মাটি, বাঁশের পাশাপাশিই ব্যবহার করা হয়েছে মেটাল । এই মুদ্রা পার্কে গেলে মানুষ স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিক চিত্র দেখতে পাবেন ।