সপ্তমীতে (Maha Saptami) জমজমাট মল্লিক বাড়ির পুজো (Mallick Barir Puja) । ঢাক, কাঁসর বাজিয়ে চলছে মায়ের পুজো । বাড়ির লোকজন-আত্মীয়-স্বজনে ভর্তি ঠাকুর দালান । সেখানেই এক কোণে দেখা গেল কোয়েল মল্লিককে (Koel Mallick)। শঙ্খ বাজাচ্ছেন, কখনও আবার পুজোর তদারকি করছেন । রঞ্জিত মল্লিকও (Ranjit Mallick) ছিলেন দুর্গা দালানে । বাবা-মেয়ে এদিন একসঙ্গে সপ্তমী পুজোর অঞ্জলি দেন ।
সপ্তমীর সকালে কোয়েলের সাজ ছিল একেবারে ছিমছাম । গোলাপি রঙের শাড়ি পরেছেন কোয়েল । খোলা চুল, মুখে মেক-আপ সেভাবে নেই । একেবারে সাদামাটা অথচ আভিজাত্যপূর্ণ সাজ । শ্বশুরবাড়ির পুজোয় দেখা গেল নিসপাল সিংকেও ।
আরও পড়ুন, Durga Puja 2022: সপ্তমীতেই সিঁদুর খেলা, দুর্গাপুরের রায় বাড়ির ৩০০ বছরের পুরানো পুজোর এটাই বিশেষত্ব
ষষ্ঠীর দিন বাবা-মা ও নিসপাল সিং-এর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন কোয়েল । ছবিতে পুজোর দালানে খোশ মেজাজে দেখা গিয়েছে মল্লিক পরিবারকে । যেখানে হাসিমুখে বসে রয়েছেন কোয়েল, নিসপাল, রঞ্জিত মল্লিক এবং তাঁর স্ত্রী । এদিন নিসপালের পরনে ছিল লাল বর্ডার দেওয়া ফুলহাতা পাঞ্জাবি এবং কোয়েলের পরনে হলুদ শাড়ির সঙ্গে সোনার গয়না । ছবি শেয়ার করে ষষ্ঠীর শুভেচ্ছা জানান কোয়েল ।