দীর্ঘ দু'বছর পর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে (Jalpaiguri Ramkrishna Mission Ashram) অনুষ্ঠিত হল কুমারী পুজো (Kumari Pujo) । তাই অষ্টমীর (Maha Ashtami) সকালে কুমারী পুজোকে কেন্দ্র করে আশ্রমে ভক্তদের ভিড় । এবার এখানে দেবী রূপে পূজিতা হল জলপাইগুড়ি মোহন্ত পাড়ার বাসিন্দা ছয় বছরের আরাধ্যা চক্রবর্তী ।
লাল, হলুদ শাড়ি, মাথায় ওড়না, গায়ে গয়না, ফুলের সাজে আরাধ্যা যেন ছোট্ট উমা । এক হাতে পদ্ম, আর এক হাতে ভক্তদের উদ্দেশে আশীর্বাদ দিচ্ছে আরাধ্যা । ষোড়শ উপাচারে দেবী রূপে পুজো হল তার । এদিন কুমারী পুজোকে কেন্দ্র করে জমজমাট ছিল আশ্রম প্রাঙ্গণ ।
আরও পড়ুন, Mimi Chakraborty: অষ্টমীর অঞ্জলি দিয়েই সুখবর মিমির, কী জানালেন এই অভিনেত্রী-সাংসদ?
সাধারণত দুর্গাপুজোর অষ্টমীতে কুমারী পূজা করা হয় । তবে শাস্ত্রমতে সপ্তমী, নবমীতেও করা যেতে পারে কুমারী পুজো । এক থেকে ষোলো বছরের অজাতপুষ্প বালিকাদের কুমারী পুজোর জন্য নির্বাচন করা হয় । বয়সভেদে কুমারীর বিভিন্ন নাম যেমন- সন্ধ্যা (১ বছর), সরস্বতী (২ বছর)... সুভগা (৫ বছর)... অম্বা (১৬ বছর)। কুমারীকে বস্ত্রালংকারে সুসজ্জিত করে বিধিমতো নির্দিষ্ট আসনে বসিয়ে অর্ঘ্য, ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য ইত্যাদি ষোড়শ উপাচারে পূজা করা হয় ।