দুর্গাপুজোর (Durga Puja 2022) আর দুই সপ্তাহ বাকি । জমিয়ে পুজোর শপিং চলছে । জামাকাপড়, জুতো, সাজগোজের দোকানগুলিতে ভিড় । শুধু কি শপিং, ত্বক ও চুলের যত্ন নিতে ভিড় করছেন পার্লারগুলিতে । পুজোর সময় চুল কাটবেন (Hair Cut) না এমন মহিলা খুব কমই আছেন । চুলের সাধারণ ইউ বা ভি কাট, কিংবা লেয়ার, স্টেপ অনেকেই কেটে থাকেন । কিন্তু, যাঁরা পুজোয় একটু ট্রেন্ডি লুক চাইছেন, তাঁরা কিন্তু বেছে নিতে পারেন জেলিফিস হেয়ার কাট (Jellyfish hari cut)।
বিভিন্ন সামুদ্রিক প্রাণী কিংবা পতঙ্গের নামে আগেও নানারকম হেয়ারকাটের নাম শুনেছেন, এই যেমন বাটারফ্লাই লেয়ার, অক্টোপাস হেয়ারকাট । এবার সেরকমই এক হেয়ারকাট সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড করছে । কেমন ধরনের এই হেয়ার কাট ? চুলের স্টাইল হবে অর্ধেকটা ছোট ও অর্ধেকটা লম্বা । সামনে ও পিছনে লুক থাকবে একই । জাপানি 'হিম কাট'দ্বারা অনুপ্রাণিত হয়েছে এই জেলিফিশ হেয়ার কাট ।
আরও পড়ুন, Men's Fashion: benarasi Dhoti: বেনারসিতে একচেটিয়া অধিকার শুধু মেয়েদের? কী বলছে এই পুজোর ফ্যাশন
যাঁদের চুল বড়,অথচ ছোট চুলের শখ, কিন্তু বড় চুল কাটতেও মায়া লাগে, তাঁদের জন্য কিন্তু এই হেয়ার স্টাইল একেবারে আদর্শ । অবশ্যই যাঁরা চুল নিয়ে নিজেদের লুক পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন,তাঁরা পুজোর সময় এই হেয়ার কাটটি বেছে নিতে পারেন আর সবাইকে চমকে দিতে পারেন ।