'মহালয়া' (Mahalaya 2022) থেকেই দুর্গোৎসবের (Durga Puja 2022) সূচনা । বলা হয় পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু । মা দুর্গার আগমনী বার্তা দিয়ে যায় মহালয়া । প্রতি বছর পিতৃপক্ষের অমাবস্যায় পালিত হয় মহালয়া । এবছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর রবিবার ।
হিন্দু ধর্মে এই বিশেষ দিনটির (Mahalaya Significance) একটা তাৎপর্য আছে । আশ্বিন মাসের অমাবস্যায় পিতৃপক্ষের সমাপ্তি ঘটে । এই অমাবস্যা তিথিকে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয় । পিতৃপক্ষের শেষ দিনটি পরিবারের মৃত সদস্যদের অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশে উৎসর্গ করা হয় । পিতৃপুরুষকে জল দিয়ে তুষ্ট করা হয় । ঘাটে ঘাটে তর্পণ করা হয় । এদিন, কাক, কুকুর, বিড়ালদের খাওয়ানোর রীতি আছে । এই বিশেষ দিনে ব্রাহ্মণদের বস্ত্রদানও করা হয় । মহালয়া দিনটির আরও একটা তাৎপর্য রয়েছে । অশুভ শক্তির বিনাশ,মন্দের উপর ভালর জয়কে তুলে ধরার জন্য মহালয়া ।
বাংলার মানুষের কাছে মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে ।এই দিনে বাঙালিরা সূর্যোদয়ের আগে উঠে তাদের বাড়িতে দেবী দুর্গাকে স্বাগত জানাতে প্রস্তুত হন । প্রত্যেকের বাড়িতে শোনা যায় মহালয়ার সুর । মহালয়ার ভোর জানান দিয়ে যায়, মা আসছেন ।
মহালয়ার সময়
পঞ্জিকা অনুযায়ী,২৪ সেপ্টেম্বর (৭ আশ্বিন), শনিবার, রাত ২/৫৫/৩৯ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে । ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার রাত ৩/২৪/১৭ মিনিট পর্যন্ত থাকছে ।