পুজোয় (Durga Puja 2022) চুল, ত্বকের যত্ন নেবেন, আর নখের (Nail Care) যত্ন নেবেন না, তা কী হয় ? নখের সৌন্দর্য্যেই (Nail Care in Durga Puja) তো হাত ও পায়ের সৌন্দর্য্য । তাই, ত্বক ও চুলের পাশাপাশি নখও সুন্দর হওয়া জরুরি । কিন্তু সমস্য একটাই । কাজের চাপে হয়তো অনেকেই এতদিন পার্লার যাওয়ার সময় পাননি। আর এখন তো পুজোর মুখে পার্লারগুলো পা দেওয়ার জো নেই । এদিকে, পুজোর আর দু সপ্তাহ বাকি নেই । তাহলে উপায় ? চিন্তা করবেন না । নখের সৌন্দর্য্য এনে দিতে পারে কিছু ঘরোয়া টোটকা ।
নখ সবসময় ময়েশ্চার রাখা খুবই জরুরি । কারণ নখ যত রুক্ষ এবং শুষ্ক হবে ততই ভঙ্গুর হবে। আর পুজোর সময় বড় নখ রাখার শখ অনেকেরই । তাই নখ যাতে ভেঙে না যায়, তার জন্য নখে হ্যান্ড লোশন লাগাতে পারেন । এছাড়া রসুন বাটা যদি নখের উপর ১০ মিনিট লাগিয়ে রেখে দিতে পারেন, তাহলে নখ ভাঙার প্রবণতা খুব একটা থাকে না ।
নখে নারকেল তেল লাগান । রাতে ঘুমাতে যাওয়ার আগে নখের উপরে এবং চারপাশে ভাল করে তেল লাগিয়ে নিন। কিছু ক্ষণ রেখে হালকা মালিশ করুন । এতে নখ দ্রুত বড় হবে। নখের বিবর্ণ ভাবও কেটে যাবে ।
আরও পড়ুন, Durga Puja 2022 : এক ক্লিকেই নাকতলা উদয়ন থেকে শ্রীভূমি, পুজো পরিক্রমার মজা নিন অনলাইনে অ্যাপে
নখ ভাল করে পরিষ্কার রাখুন । পার্লারে গিয়ে নখ ও হাতের যত্ন নেওয়ার জন্য যে মেনিকিওর, পেডিকিওর করেন, বাড়িতেও কিন্তু সাধারণ কিছু ঘরোয়া উপকরণের মাধ্যমে তা করতে পারেন । এর জন্য সামান্য গরম জল করে নিন । তার মধ্যে লিকুইড সোপ বা শ্যাম্পু দিয়ে নখ পরিষ্কার করে নিন । পায়ের নখের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করুন নরম ব্রাশ। এই ব্রাশের সাহায্যেই নখের কোণের অংশগুলো ঘষে তা পরিষ্কার করে নিন ।
নখের মধ্যে যে অনেক সময় হলুদ ছোপ হয়, সেখানে লেবুর রস লাগিয়ে রেখে দিন। ১০ মিনিট পর স্ক্রাবার দিয়ে ভাল করে নখের কোণগুলি ঘষে নিন। এতে নখ ভাল থাকবে, ঝকঝকে থাকবে ।