আজ, রবিবার মহাসপ্তমীর (Maha Saptami) পুজো । সকাল থেকেই ঘাটে ঘাটে ভিড় । এদিন, কলা বৌ স্নান করিয়ে, ঘট প্রতিস্থাপনের মধ্যে দিয়ে দেবী দুর্গার পুজো (Durga Puja 2022) শুরু হয় । তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে ।
সপ্তমী পুজোতে নবপত্রিকা স্নানের একটি বিশেষ তাৎপর্য্য আছে । নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে দেবী দুর্গাকে প্রকৃতি হিসেবে পুজো করা হয় । হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকা আসলে দেবী দুর্গার ৯টি রূপ। দেবীর ৯টি রূপকে একত্রে পুজো করা হয় নবপত্রিকার মাধ্যমে । ৯টি বৃক্ষ নিয়ে পুজো করা হয় । প্রতিটি গাছেই দেবী কোনও না কোনও রূপে অধিষ্ঠান করেন।
আরও পড়ুন, Kashi Bose Lane Puja: Editorji Exclusive: পুজোর থিমে মা-মাটি...সেজে উঠেছে কাশী বোস লেনের মণ্ডপ
এবছর, তৃতীয়া থেকে রাস্তায় ঢল নেমেছে মানুষের । ষষ্ঠীর সন্ধ্যাতেও রাজপথে শুধু কালো মাথার সারি । উত্তর থেকে দক্ষিণ...বিভিন্ন পুজো মণ্ডপে এমনই ছবি দেখা গিয়েছে । সপ্তমীর রাতে ভিড় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।