আজ মহাষ্টমী (Maha Ashtami) । দুর্গাপুজোর (Durga Puja 2022) অষ্টমী নিয়ে একটা আলাদাই উন্মাদনা রয়েছে বাঙালির মধ্য়ে । এই দিনটায় কী পরবেন, কীভাবে সাজবেন...অনেকদিন ধরেই তার প্ল্যান চলছে । এদিকে, আবার আবহাওয়া বিরূপ, বৃষ্টির মধ্যে নতুন শাড়ি, সাজ যাতে নষ্ট না হয়ে যায়,সেই চিন্তাও রয়েছে । কিন্তু, পুজো বছরে একবারই আসে, সুন্দর করে সাজতে তো হবেই । সব মিলিয়ে অষ্টমীর সাজ (Astami look) কেমন হবে,তার জন্য রইল কিছু টিপস...
অষ্টমীর দিন অনেকরই ট্র্যাডিশনাল সাজ পছন্দ । তার জন্য শাড়ি হল পারফেক্ট চয়েস । পুজোর মধ্যে এই একটা দিন মেয়েদের শাড়ি ছাড়া চলে না । কেউ বেছে নেন চিরাচরিত তাঁত, কারও আবার পছন্দ ঢাকাই । তবে এখন হ্যান্ডলুম শাড়ির চল কিছুটা বেশি । অষ্টমীর সকালটা আটপৌড়ে স্টাইলে শাড়ি পরতে পারেন । সঙ্গে মানানসই গয়না । সোনা অথবা গোল্ড প্লেটেড হলে ভাল লাগবে । সন্ধেবেলার অষ্টমী সাজে রাখতে পারেন ফিউসন লুক । ধোতি স্টাইল শাড়ি ইদানিং ট্রেন্ড করছে । অথবা শাড়ির উপর জ্যাকেট ও বেল্ট পরে অষ্টমীর লুকটা আরও স্মার্ট করে তুলুন । আর ছেলেদের জন্য সকালে ট্র্যাডিশনাল পঞ্জাবি আর সন্ধেবেলা কুর্তা-পাজামা অথবা ইন্দো ওয়েস্টার্ন পাঞ্জাবি ।
আরও পড়ুন, Durga Puja 2022 Recipe : ভুনা খিচুড়িতে জমে উঠুক অষ্টমী, কীভাবে বানাবেন, জেনে নিন...
আর মেক-আপ ? আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, বৃষ্টি হবে । তাই ওয়াটারপ্রুফ মেক-আপ করবেন । চোখের কাজল, মাসকারা, লিপস্টিক থেকে ফাউন্ডেশন, সব মেক-আপ ওয়াটারপ্রুফই ব্যবহার করবেন ।