পুজোয় (Durga Puja 2022) আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । বিশেষ করে অষ্টমী (Ashtami )ও নবমীতে (Nabami) ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এদিকে,অনেকে হয়তো পছন্দের শাড়িটা কিংবা চুড়িদারটা অষ্টমী কিংবা নবমীতেই পরার জন্য রেখে দিয়েছেন । শুধু কি তাই, কোন ড্রেসের কী ধরনের মেক-আপ করবেন, তারও প্ল্যান ছকে ফেলা । কিন্তু, বৃষ্টি হলে যে সব মেক-আপই গলে যাবে । না, এত চিন্তা করার প্রয়োজন নেই । আপনার মেক-আপ (Make-Up) যাতে না গলে তারও উপায় রয়েছে ।
বাজারে এখন সব ব্র্যান্ডের ওয়াটার প্রুফ মেক-আপ (Water Proof Make-Up) পাওয়া যায় । তাই চোখের মেকআপের জন্য ওয়াটারপ্রুফ কাজল,লাইনার এবং মাস্কারা ব্যবহার করুন । লং স্টে নন ট্রান্সফার লিপস্টিক লাগাতে পারেন । তাহলে ঠোঁটের রং একদম ভাল থাকে ।
আরও পড়ুন, Durga Puja 2022 : ঠাকুর দেখতে বেরিয়ে ঘন ঘন কোল্ড ড্রিংক খাচ্ছেন? কোনও বিপদ ডেকে আনছেন না তো ?
সাধারণত মেক-আপ করার আগে মুখ ক্লিনজার দিয়ে ধুয়ে নেবেন । মেকআপ যাতে ভাল থাকে, তার জন্য ওয়াটার প্রুফ ময়শ্চারাইজার, ওয়াটারপ্রুফ সিলিকন বেসড প্রাইমার ব্যবহার করতে পারেন । তাহলে মুখের মেক-আপও ভাল থাকবে ।
বাজারে এসব ওয়াটারপ্রুফ মেক-আপ খুব সহজেই পেয়ে যাবে । অনলাইনে কিনতে যদি স্বাচ্ছন্দ্য হন, তাহলে ভাল অফারও পেয়ে যেতে পারেন । এছাড়া, দোকানে গিয়েও ওয়াটার প্রুফ মেক আপ কিনতে পারেন । দামও আপনার সাধ্যের মধ্যেই হবে ।