Durga Puja 2024 : ভোরে অষ্টমীর অঞ্জলি, একইদিন শুরু নবমী পুজোও, মায়ের বিদায়বেলা আসন্ন

Updated : Oct 11, 2024 07:25
|
Editorji News Desk

আজ মহাষ্টমী । না, বলা ভাল মহানবমী । এবার একইদিনে পড়েছে অষ্টমী ও নবমী । অষ্টমীর অঞ্জলি দিয়ে উঠতে না উঠতেই শুরু নবমী পুজো । গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, নবমী পড়ে গিয়েছে । বিভিন্ন জায়গায় সন্ধিপুজোও সম্পন্ন । বলা ভাল পুজো এখন শেষ লগ্নে । আজকের রাতটা কেটে গেলেই দশমী । আবারও একবছরের অপেক্ষায় দিন গুনবে বাঙালি । তবে, তার আগে পাঁচদিনের উৎসবের আনন্দটুকু চেটেপুটে নেওয়ার শেষদিন আজই । এত জাঁকজমকের মাঝেও কোথাও যেন বিষণ্ণতার সুর চারিদিকে । দেবীর বিদায়বেলা যে আসন্ন ।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১১ অক্টোবর অষ্টমী ও নবমী । ওইদিন, ভোর ৫টা৪৫ মিনিট থেকে সকাল ৬টার মধ্যে পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়েছে । সন্ধিপুজোর আয়োজনও মধ্যরাত থেকে করতে হয়েছে । অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট সময়কে সন্ধি মুহূর্ত বলা হয় । সন্ধিপুজোর পরই ১১ অক্টোবর নবমী তিথি শুরু হয়ে যাচ্ছে । 

তবে, বিশুদ্ধ সিদ্ধান্তমতে, অষ্টমী তিথি শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ১২টা ৩৩ মিনিটে । শেষ হচ্ছে শুক্রবার বেলা ১২টা ৭ মিনিটে ।  বেলা সাড়ে ১২টার মধ্যে সন্ধিপুজো সম্পন্ন করতে হবে । তারপরেই পড়ে যাবে নবমী তিথি । 

নবমীর সন্ধ্যাবেলা দেবীর 'মহা আরতি' হয় । নবমীতেও কয়েক জায়গায় কুমারী পুজোর প্রচলন রয়েছে । এছাড়াও, নবমী পুজোর বিশেষত্ব হল হোম-যজ্ঞ অনুষ্ঠান । হোমে মূলত আঠাশটা বা একশো আটটা নিখুঁত বেলপাতা লাগে । সেইসঙ্গে যজ্ঞের বালি, বেলকাঠ, কলা, চেলি, দই ও দুধ লাগে । দুধ দিয়েই হোমের আগুন নেভানো হয় ।

সব মিলিয়ে কোনও পুজো মণ্ডপে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হচ্ছে, কোথাও আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে । সব মিলিয়ে শুক্রবারই নবমী নিশি । মন বলছে, 'নবমী নিশি না হইও রে অবসান'। নবমীর রাত শেষ হলেই যে দশমী । পরিবার নিয়ে উমা ফিরে যাবে শিবের কাছে । ফের শুরু হবে বছর ভরের অপেক্ষা । এডিটরজি বাংলার তরফে মহানবমীর শুভেচ্ছা ।

Durga Puja 2024

Recommended For You

editorji | লাইফস্টাইল

Marriage Age: বিয়ের বয়স পেরিয়ে গেছে? থুত্থুড়ে দুই বর-কনে কিন্তু বিশ্ব রেকর্ড গড়লেন!

editorji | লাইফস্টাইল

Carbon Neutral Baby: বিশ্বের প্রথম 'বিশুদ্ধ' শিশু আদভি! নেপথ্যের হিরো কিন্তু মা-বাবাই, কেন জানেন?

editorji | লাইফস্টাইল

Alipore Zoo: ওয়াজেদ আলি শাহ আসতেন নিয়মিত, আসতেন বিবেকানন্দ...১৫০ বছরে ফিরে দেখা আলিপুর চিড়িয়াখানার ইতিহাস

editorji | বিনোদন

Allu Arjun Beard : ৩ বা ৪ বছর মেয়েকে পাননি আল্লু, কোথাও আবার দিতে হয় কর, কোথাও মৃত্য, যত সমস্যা দাড়ি-তেই

editorji | লাইফস্টাইল

Sourav Ganguly : তেঁতোতেই স্বাস্থ্যসুখ ! জানেন সৌরভের ফিটনেসের মূলমন্ত্র ? সিক্রেট ফাঁস মুখ্যমন্ত্রীর