পুজোর শপিং শুরু হয়ে গেছে, রাস্তায় রাস্তায় মণ্ডপ তৈরির কাজ চলছে। সব মিলিয়ে হইহই করে এসে গিয়েছে উৎসবের মরশুম। ষষ্ঠী থেকে দশমী কোন দিন কোন পোশাক, সঙ্গে কোন গয়না, কেমন মেকআপ, কী জুতো সব ঠিক করে ফেলেছেন, শুধু নিজের ত্বকের যত্নটাই আলাদা করে নেওয়া হচ্ছে না? কিচ্ছু চিন্তা নেই, আজ রইল চটজলদি ত্বকের জেল্লা বাড়ানোর কিছু ফেসপ্যাক।
বেসন এবং হলুদের ফেসপ্যাক
ডেড সেল, ব্ল্যাকহেডস দূর করে ত্বক মসৃণ ও জেল্লাদার করে তোলে বেসন। অন্যদিকে, হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বকের কালচে দাগছোপ হালকা করতে সহায়তা করে। দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চামচ দুধ বা গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ২০ মিনিট মুখে লাগিয়ে জলে ধুয়ে নিন।
Manicure at Home: পুজোর আগে পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতেই করুন ম্যানিকিওর, জানুন পদ্ধতি
আলু, অ্যালোভেরা জেল এবং বেসন
ডার্ক সার্কেল দূর করতে আলুর জুড়ি নেই। অ্যালোভেরা ত্বকের হাজারো সমস্যার সমাধান করতে পারে নিমেষেই। ত্বকের আর্দ্রতাও ধরে রাখে। আলুর খোসা ছাড়িয়ে পেস্ট করে তার সঙ্গে অ্যালোভেরা জেল, দুই টেবিল চামচ বেসন এবং সামান্য জল মিশিয়ে পেস্ট করে নিন। মিনিট দশেক এই ফেসপ্যাক মুখে লাগিয়ে জল দিয়ে ধুয়ে নিন।
কফি এবং দুধের ফেসপ্যাক
স্ক্রাবার হিসেবে কফি দারুণ কাজ করে। অন্যদিকে, দুধ ত্বকে পুষ্টি যোগায়। কফি পাউডারের সঙ্গে দুধ মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে নিন। এই ফেসপ্যাক বলিরেখা কমিয়ে ত্বক টানটান রাখে।