সময়ের সঙ্গে সঙ্গে সমাজে আসছে লিঙ্গ সাম্য, ছেলে আর মেয়েদের জন্য আলাদা পেশা, আলাদা নেশা, আলাদা রং, চিরাচরিত এই সব ভাবনা একটু একটু করে মুছে যাচ্ছে। তুলনায় ফ্যাশন বোধে অবশ্য লিঙ্গ নিরপেক্ষতা এখনও কম। এখনও শাড়ি বললেই ভাসে মহিলাদের কথা। প্যান্ট, শার্ট বললে মহিলাদের ছবি মনে এলেও ধুতি বললে মেয়েদের কথা মনে আনতে দুবার ভাবতে হয়।
সমাজের এই ছকই ভাঙতে চাইছেন ব্যতিক্রমী কিছু মানুষ। সম্প্রতি পোশাক শিল্পী রুদ্র সাহা বানিয়েছেন বেনারসী ধুতি। লাল রঙা বেনারসী ধুতি কিন্তু পুজোর ফ্যাশন হিসেবে দারুণ ট্রেন্ডি । সত্যি বলতে কী অষ্টমীর অঞ্জলি, কিম্বা সন্ধি পুজোয় ধুনুচি নাচে সেই এক ঘেয়ে পাজামা পাঞ্জাবিতে একটু বদল তো আনাই যায়।
Homosexuality: চার বছর আগেই আইন পাশ, তবু সমকামীতা এখনও সমাজের চোখে কেন 'অপরাধ'?
সাম্প্রতিক কালে এ শহরেরই বেশ কিছু উদযাপনে পুরুষেরা কিন্তু লিঙ্গ নিরপেক্ষ পোশাকই বেছেছেন।
এই পুজোয় পুরুষদের জন্যেও থাক বেনারসীর জমকালো পাঞ্জাবি কিম্বা ধুতি। সবেতে সমানাধিকারের জন্য লড়লে পোশাকই বা বাদ থাকবে কেন?