পুজোর ক'দিন জমিয়ে ঠাকুর দেখা , প্যান্ডাল হপিং, সঙ্গে জমিয়ে সাজগোজ, এসবই মাস্ট। তবে সাজ কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে আবহাওয়ার ওপর। বাংলায় পুজোর আশপাশে গরমই থাকে, আর সেই গরমে দরকার আরামদায়ক ফ্যাশন। সেক্ষেত্রে সবচেয়ে ট্রেন্ডি কিন্তু হাকোবা ফ্যাশন।
আজকাল হাকোবার ব্লাউজ, ড্রেস, সালোয়ার, কুর্তি এমন কী শাড়িও বাজার কাঁপাচ্ছে।
ব্লাউজ
হাকোবা ব্লাউজ কিন্তু বেশ কয়েক বছর ধরেই ফ্যাশনে রয়েছে। সাদার প্রাধান্য থাকলেও আজকাল নানা রঙে এবং নানা কাটের হাকোবা ব্লাউজ বাজারে পাওয়া যায়।
Puja Fashion: তারকাদের মতো পুজোয় হয়ে উঠুন সাদা-কালো সেনসেশন
শাড়ি
ব্লাউজের পাশাপাশি আজকাল হাকোবা শাড়িরও চাহিদা বাড়ছে ক্রমশ, সবচেয়ে বড় কারণ, আরাম। ক্রান্তীয় জলবায়ুতে এই ম্যাটেরিয়াল পরলে ফুরফুরে লাগে।
হাকোবা ড্রেস
নানা রঙের নি লেন্থ, অথবা হাকোবা ম্যাক্সি ড্রেস পরতে পারেন পুজোয়। সঙ্গে মানানসই ব্যাগ, গয়না পরলেই পুজোর সাজে ১০০য় ১০০!
হাকোবা কুর্তি-পালাজো, সালোয়ার স্যুট
দূর থেকে দেখতে চিকনকারির মতো লাগলেও আরও বেশি আরামদায়ক হাকোবা সালোয়ার বা কুর্তি। ষষ্ঠী সপ্তমীর সকালে হাকোবা কুর্তি, আর অষ্টমী নবমীর রাতে জমকালো হাকোবা সালোয়ার স্যুট কিন্তু ভালোই জমবে।