পুজোর সাজ মানেই বাঙালির মনে আগে আসে ট্র্যাডিশনাল সাজ। মানে শাড়ি। তবে বিগত কয়েক বছরের ট্রেন্ড বলছে শাড়ি গুরুত্বপূর্ণ ঠিকই, তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্লাউজ। এই পুজোয় কোন শাড়ির সঙ্গে কোন শাড়ি পরবেন রইল তার কিছু টিপস।
এখন কিন্তু নতুন করে ট্রেন্ডিং একরঙা স্লিভলেস ব্লাউজ। জমকালো শাড়ির সঙ্গে একরঙা হাতকাটা ব্লাউজ খুবই ফ্যাশনেবল লাগে। কলকাতার গরমে ঘেমে নেয়ে একশা হওয়ার সময় এই ধরনের ব্লাউজ কিন্তু খুব আরাম দেয়।
এছাড়া একেবারে কন্ট্রাস্ট ব্লাউজও এখন ইন। সারা শাড়ির কোথাও যে রং নেই, সেই রঙের ব্লাউজ পরার চল হয়েছে এখন। আবার জামদানির মতো শাড়ির সঙ্গে প্রিন্টেড ব্লাউজও পরছেন অনেকেই।
সুতির নানা ধরনের শাড়ির সঙ্গে কারুকাজ করা ডিজাইনার ব্লাউজের চল বিগত কয়েক বছরে খুব বেড়েছে। এ ক্ষেত্রে শাড়ির চেয়েও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ব্লাউজই। সম্পূর্ণ আলাদা রঙের ব্লাউজও হতে পারে, এবার একই শেডের ব্লাউজও হতে পারে।