পুজোয় সাজ গোজের ক্ষেত্রে জামাকাপড়ের সঙ্গে আরও বেশ কিছু আনুষঙ্গিক ব্যাপার খেয়াল রাখতে হয়, যেমন হাতের নেল পালিশ। পুজোর আগ দিয়ে সেই হাতের একটু পরিচর্যা কিন্তু মাস্ট। কিন্তু পার্লারে যাওয়া সময়সাপেক্ষ সঙ্গে খরচারও। তাই বাড়িতে বসেই করে নিন ম্যানিকিওর (Manicure)।
রইল ম্যানিকিওরের পদ্ধতি
মেনিকিওর শুরু করার আগে হাতের নখগুলোকে পরিষ্কার করা। নেইলপলিশ রিমুভার লাগিয়ে নেইলপলিশ তুলে নিন। নেইলপলিশ না থাকলেও তুলা ভিজিয়ে নখ মুছে নিলে ভালো হয়। তারপর একটি সরু স্টিক বা টুথপিক দিয়ে সাবধানে নখের নিচের ও কোণার ময়লা ভালো করে পরিষ্কার করে নিন।
Pedicure Tips: পায়ে পায়েই তো পুজোর গল্প, পেডিকিওর না করলে চলে? রইল ঘরোয়া টিপস
নখ পরিষ্কারের পরে নেইল কাটার দিয়ে নখে সুন্দর করে নখ কেটে নিন। একটি গামলায় গরম জলে পরিমানমতো শ্যাম্পু, লবণ, বেকিং সোডা ভালো করে মিশিয়ে তাতে দুটি হাত ২০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর ব্রাশে শ্যাম্পু লাগিয়ে তোয়ালে দিয়ে হালকা ভাবে হাত মুছে ফেলুন।
এবার এক টুকরা পাতিলেবু কেটে নখের উপরে ও নিচে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এবার ব্রাশে টুথপেস্ট লাগিয়ে পুরো হাত, নখের উপরের ও ভিতরের দিক ভালো করে ঘষে তারপর ধুয়ে ফেলুন।
এবার স্ক্রাবিংয়ের পালা। হোমমেইড স্ক্রাবার বানানোর জন্য টকদই, চালের গুঁড়া, গোলাপজল, এবং অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে হাতের দু পাশে ১০ মিনিট ধরে মাসাজ করে ধুয়ে ফেলুন।
এবার প্রথমে ভালো টোনার ব্যবহার করুন, তারপর ময়েশ্চারাইজার মাসাজ করে নিন। পার্লারের মতোই মোলায়েম হবে হাত।