দুর্গাপুজোর অষ্টমী নিয়ে একটা আলাদাই উন্মাদনা রয়েছে বাঙালির মধ্য়ে । এই দিনটায় কী পরবেন, কীভাবে সাজবেন...অনেকদিন ধরেই তার প্ল্যান চলছে । কিন্তু, চলতি বছর অষ্টমী আর নবমী একইদিনে পড়েছে । অর্থাৎ ১১ অক্টোবর ভোর ভোর অঞ্জলি, ওইদিন সকালেই নবমী তিথি পড়ে যাচ্ছে । তাই, আলাদা করে অষ্টমীর সাজ বলে কিছু আর থাকছে না বলাই যায় । তবে, শুক্রবারের সকালটা অষ্টমী, আর সন্ধেটা নবমী ভেবে লুকটা ক্রিয়েট করতে পারেন । সকালে ট্র্যাডিশনাল, বিকেলে ওয়েস্টার্ন...ব্যাপারটা মন্দ হবে না কিন্তু । আজ এডিটরজি বাংলায় রইল অষ্টমী-নবমীর সাজগোজের টিপস ।
সাবেকি না পশ্চিমী সাজ ?
অষ্টমীর দিন অনেকরই ট্র্যাডিশনাল সাজ পছন্দ । তার জন্য শাড়ি হল পারফেক্ট চয়েস । পুজোর মধ্যে এই একটা দিন মেয়েদের শাড়ি ছাড়া চলে না । কেউ বেছে নেন চিরাচরিত তাঁত, কারও আবার পছন্দ ঢাকাই । অষ্টমীর সকালটা আটপৌড়ে স্টাইলে শাড়ি পরতে পারেন । এবারে তো আবার ট্রেন্ডিং জিমি চু শাড়ি । পুজোয় অনেকেই সেই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন । শুক্রবার সকালে শাড়ি ছাড়া সালোয়ার বা আনারকলিতেও লুক ক্রিয়েট করতে পারেন ।
সন্ধেবেলায় ওয়েস্টার্ন ড্রেস বেছে নিতে পারেন অথবা ফিউসন লুক । ধোতি স্টাইল শাড়ি ইদানিং ট্রেন্ড করছে । শাড়ির উপর জ্যাকেট ও বেল্ট পরে নবমীর লুকটা আরও স্মার্ট করে তুলুন । শাড়ি পরলে লিস্টে রাখুন অরগ্যাঞ্জা বা কাতান বেনারসি অথবা ডিজিটাল প্রিন্টেড শাড়ি ।
গয়না
সকালে শাড়ি পরলে তার সঙ্গে মানানসই অক্সিডাইজ বা মাটির লম্বা হার বা চোকার, আর কানের লতি জুড়ে টপ । গোল্ড প্লেটেড গয়নাও ভাল মানাবে । সালোয়ারের সঙ্গে লম্বা কানেরই ভাল মানায় । নোজ পিনও পরতে পারেন ।
সন্ধেবেলায় ওয়েস্টার্ন পরলে কানে বড় দুল ভাল মানাবে । আর ফিউসন লুকে গলায় চোকার আপনার লুককে সম্পূর্ণ করবে ।
কেশসজ্জা
শাড়ির সঙ্গে চুল খোলা নয়, খোঁপাই বেশি ভাল লাগে । মাথায় গুঁজে দিতে পারেন ফুল । তাহলে সাজ সম্পূর্ণ । সালোয়ার পরলে বা ওয়েস্টার্ন লুকে চুল খোলা অথবা পনি টেল অথবা মেসি বান করে স্টাইল করতে পারেন ।
মেক-আপ
অষ্টমী-নবমী বলে কথা । মেক-আপ তো একটু জমকালো হওয়াই দরকার । সকালে যদিওবা মেকআপ হালকা হয়, সন্ধেবেলায় ডার্ক করে কাজল, আইশ্যাডো থেকে আইলাইনার...ঠোঁটে লাল বা মেরুন লিপস্টিক...আপনার দিক থেকে চোখ ফেরাতে পারবে না কেউই ।
জুতো
শাড়ি হোক বা চুড়িদার কিংবা ওয়েস্টার্ন... ফ্ল্যাট বা হাই হিল পরলে সাজ হবে মানানসই ।