দেখতে দেখতে পাঁচ বছর পার। ২০১৭-য় এই দিনেই রসগোল্লার জিআই ট্যাগ পেয়েছিল বাংলা। তারপর থেকে এ রাজ্যে ১৪ নভেম্বর এই রাজ্যে উদযাপিত হয় রসগোল্লা দিবস। আর সেই উপলক্ষেই পথচারীদের নানা স্বাদের রসগোল্লার ভাগ দিচ্ছে দুর্গাপুরের এক দোকান। তাও, একদম বিনামূল্যে।
দুর্গাপুরের মামড়া বাজারের এক মিষ্টির দোকানে হট কেকের মতো বিক্রি হয় " কাঁচা বাদাম " রসগোল্লা। তার সঙ্গে ম্যাঙ্গো, পাইনাপেল, নলেনগুড় সহ একাধিক ফ্লেভারের স্বাদ বিনামূল্যে পেলেন শহরবাসী। ফ্রি-তে মিষ্টিমুখের এই মিষ্টি আয়োজনে খুশি বাঙালি। হবে না-ই বা কেন? বাঙালির কাছে রসগোল্লা তো আর শুধু এক মিষ্টির নাম নয়, বরং যাকে বলে আবেগ।