শ্রাবণ মাস, বর্ষা কাল। এই সময় অনর্গল বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়িতে একটা স্যাঁতস্যাঁতে ভাব এবং সোঁদা গন্ধ হয়। সঙ্গে দরজা জানলা বন্ধ রাখায় একটা গুমোট ভাব ও তৈরী হয়। বাজারি রুমফ্রেশনারের বদলে বাড়ির কিছু জিনিসেই কিন্তু এই গন্ধ দূর করা যায়।
দারুচিনি- দারুচিনির গন্ধ এমনিই অপূর্ব। এই মশলা শুকিয়ে গুঁড়ো করে একটি খোলা পাত্রে ঘরের কোণে রাখলে এই সোঁদা গন্ধ দূর হবে।
কফি সিড-কর্পূর - এটি একটি আদর্শ রুমফ্রেশনার কফি সিডের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি খোলা বাটিতে ঘরের কোণায় রাখলে বর্ষায় ঘর থাকবে চনমনে।
মিন্ট এবং লেবুর স্প্রে - লেবুর খোসা ও পুদিনা পাতা ভাল করে জলে ফুটিয়ে নিন। এবার ঠান্ডা করে ছেঁকে একটি বোতলে রেখে মাঝে মধ্যে স্প্রে করুন ঘরে।
ধুনো- পুজোর সময় যে ধুনো ব্যবহার করা হয়, বর্ষা কালে দরজা জানলা খুলে সন্ধে বেলা সারা ঘরে ধুনোর ধোঁয়া দিলে গন্ধ এবং পোকামাকড় থেকে মিলবে রেহাই।