বিশাল বড় একটি ফ্রিজ। এটুকু শুনলে ফ্রিজের আয়তন নিয়ে স্বাভাবিক প্রশ্ন তৈরি হতে পারে মনে। 'বিশাল বড়' তো বোঝা গেল, কিন্তু, কতটা বড়? উত্তরে যদি বলা হয়, একটা গোটা মহাদেশের সমান? তাহলে? হ্যাঁ। একেবারে সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে অতি চমকপ্রদ তথ্য। মানবসভ্যতার ইতিহাসের প্রথম দিকের আদিম মানুষ ইউরোপ ভূখণ্ডের তাপমাত্রার কারণে এই পৃথিবী থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অন্তত ২ লক্ষ বছর! তারপর ফের ফিরে এসেছিল মানুষ। তারা ওই মহাদেশের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেয় এবং সেই অঞ্চলে বসবাস শুরু করে।
বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, ১১ লক্ষ বছর আগে মহাসাগরের তাপমাত্রা আচমকা কমে গিয়েছিল ৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নীচে। আর সেই কারণেই আধুনিক মানুষের পূর্বপুরুষেরা ইউরোপ মহাদেশের ভূখণ্ডে বাঁচতে পারেননি। কারণ, তাঁদের কাছে গরম পোশাক বা অতিরিক্ত শীতের সঙ্গে লড়াই করার মতো অন্য কোনও বিকল্প ছিল না।
দক্ষিণ কোরিয়ার বুসানের আইবিএস সেন্টার ফর ক্লাইম্যাট ফিজিক্সের বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, ইউরোপ ভূখণ্ডে ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলির তাপমাত্রা তুলনায় বেশি থাকে, সেখানেও ওই বিপুল সময়কালে তাপমাত্রা নেমে গিয়েছিল হিমাঙ্কের নীচে।
গবেষকদের দলের প্রধান অধ্যাপক অ্যালেক্স টিমারম্যান বলেন, "এমন তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে লড়াই করার জন্য কোনওভাবেই প্রস্তুত ছিল না আদিম মানুষেরা। সেই সময় আগুন জ্বালিয়ে উত্তাপ গ্রহণ করার পদ্ধতিও তেমনভাবে চর্চায় ছিল না মানুষের। প্রবল শীত এবং পাল্লা দিয়ে ছিল প্রবল শুষ্কতা। তার সঙ্গে যোগ হয়েছিল খাদ্যের চূড়ান্ত অভাব। যার ফলে, তৎকালীন মানুষের পক্ষে এত সাংঘাতিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে মানিয়ে নিয়ে বেঁচে থাকা ছিল অসম্ভব। সেই কারণেই তারা সম্পূর্ণভাবে মুছে গিয়েছিল লক্ষাধিক বছর সময়কাল ধরে"।