মেক-আপ (Make-Up) এমন জিনিস, যা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় । শুধু তাই নয়, ভাল মেক-আপ যে কোনও অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতে পারে আপনাকে । আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে । আর মুখের সবথেকে আকর্ষণীয় অঙ্গ অবশ্যই চোখ । তবে অনেকেই চোখের মেক-আপের (Eye Make-up Tips) ক্ষেত্রে বেশি ঝুঁকি নিতে চান না । কিন্তু, একটু বোল্ড মেক-আপ এবছর দুর্গাপুজোয় আপনার চোখকে ড্রামাটিক, আকর্ষণীয় করে তুলতে পারে ।
আইলাইনার
চিরাচরিত ব্ল্যাক আইলাইনারের কথা এবার ভুলে যান । একটু বোল্ড লুকের জন্য ব্যবহার করুন লাল, নীল, ও সবুজ আইলাইনার ।
উজ্জ্বল আইশ্যাডো
অনেকেই চোখের মেক-আপের সময় হালকা রঙের আইশ্যাডো লাগাতে পছন্দ করেন । কিন্তু, কোনওদিন উজ্জ্বল রঙের আইশ্যাডো ব্যবহার করে দেখুন । চোখে আলাদাই সৌন্দর্য্য এনে দেবে । গোলাপী, বেগুনি, সবুজ, নীল-এর মতো উজ্জ্বল রং বেছে নিতে পারেন ।
উইংড আইলাইনার
চোখে উইংড আইলাইনার ব্যবহার করতে পারেন । এর ফলে আপনার চোখ আরও উজ্জ্বল ও বড় দেখাবে ।
মাসকারা
চোখে যদি ঠিকঠাক মাস্কারা লাগাতে পারেন, তাহলে আপনার চোখের পাতা বড় দেখাবে ও চোখের পাতায় ঘনত্ব আনবে । ফলে, চোখও বড় দেখাবে ।