বাঙালি কীভাবে নিজেকে সাজাতে চায়, তা জানতে গেলে বছরের পাঁচটা দিন চোখ খুলে রাখতে হয় ভাল করে। ষষ্ঠী টু দশমী। আর তার আগেই বাঙালির ফ্যাশনের হালচাল কিছুটা হলেও আঁচ করা যায় শহরের কয়েকটি ঠিকানায় পা রাখলে। লেক টেরাস রোডের পরমা বুটিক সেরকম এক ঠিকানা।
এবার পুজোয় বঙ্গ ফ্যাশনের অঙ্গ কী কী, তা জানতে পুজোর ঠিক আগে পরমা বুটিকে পোঁছে গিয়েছিল এডিটরজি বাংলা।
পরমার পক্ষ থেকে আমাদের সঙ্গে কথা বললেন প্রীতিকা পাঠক। জানালেন, এখন তরুণ প্রজন্ম পছন্দ করেন মাল্টি ইউটিলিটি পোশাক অর্থাৎ একটাই পোশাক, যা নানা অন্য পোশাকের সঙ্গে পরা যায়, আর তাতেই বদলে বদলে যায় লুক।
পুজোর সাজের প্রস্তুতি চলছে পুরোদমে, শেষ মুহুর্তে শাড়ির সঙ্গে ম্যাচ করছে না ব্লাউজ, এদিকে দর্জির দোকানে এখন আর নতুন করে অর্ডার নেওয়ার প্রশ্নই ওঠে না, এই পরিস্থিতিতে মুশকিল আসান হতে পারে পরমা বুটিক। শাড়ি নিয়ে দোকানে হাজির হলে নানা বিকল্পের মধ্যে থেকে বেছে নেওয়া যাবে আপনার পছন্দের ব্লাউজ। এই পুজোয় ছক ভেঙে রঙিন গরদ এনেছে পরমা, সঙ্গে ছুটি সিরিজের ব্লাউজও।
ফ্যাশন মানে তো শুধুই ট্রেন্ড মেনে নতুন পোষাক পরে ফেলা নয়, সব পোশাকের পেছনেই কিছু গল্প থাকে, কিছু মানুষের পরিশ্রম থাকে, পোশাকের প্রতিটা সুতোয় লেগে থাকে কত মানুষের ঘাম। পরমা সেই গল্পগুলোকে উদযাপন করায় বিশ্বাসী।
এই পুজোয় ফ্যাশন থাকুক, আর তার আড়ালের গল্পগুলোও একটু আলো পাক, এইটুকুই প্রার্থনা।