উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো কাশী বোস লেন (Kashi Bose Lane)। উত্তর কলকাতার থিম পুজোর মানচিত্র এই পুজোকে বাদ দিয়ে হয়ই না।
প্রত্যেক বছরই নতুন নতুন থিম আর মণ্ডপসজ্জায় নজর কাড়ে এই পুজো৷ এই বছর ৮৫ তম বছরে পা দিয়েছে কাশী বোস লেন। দর্শনার্থীদের তাক লাগিয়ে দিতে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু কেবল মণ্ডপে নজরকাড়া ভিড় টানতেই নয়। কাশী বোস লেনের কর্মকর্তারা চান পরিবেশ সংক্রান্ত বার্তা দিতে। তাঁদের এ-বারের থিম 'মা', বার্তা মাটি সংরক্ষণের। মাটিকেই 'মা' হিসাবে তুলে ধরা হচ্ছে উত্তর কলকাতার এই পুজো মণ্ডপে।
পুজোর একটি বিশেষত্ব, এখানে প্রথমা থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে। ১১ জন পুরোহিত একসঙ্গে পুজো করেন এখানে। এডিটরজি বাংলার সঙ্গে কথা হল অন্যতম পুরোহিতেরও।
New Jersey Durga Puja 2022: দেশ থেকে অনেক দূরে, তবু শারদপ্রাতে পুজোর আনন্দ নিউ জার্সিতে
উদ্যোক্তারা জানিয়েছেন, পরিবেশবান্ধব সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে কাশী বোস লেনের মণ্ডপ।
ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের লোধাসুলির মল্লারপুরে গোবিন্দপুর নামে একটি গ্রাম রয়েছে। সেখান থেকে আনা হচ্ছে মাটি৷ সেই মাটির বিশেষত্ব কী? মাটি যত কাটা হয়, ততই একটু একটু করে মাটির রং বদলে যেতে থাকে। কখনও হলুদ, কখনও সাদা, কখনও আবার নীল রঙের মাটি বেরিয়ে আসে।এবার সেই হরেক রকম রঙে মাটি থাকবে কাশী বোস লেন পুজো মণ্ডপে।