নাকতলা উদয়ন সংঘের পুজো মানেই পার্থ চট্টোপাধ্যায়। প্রতি বছর ভিড় উপচে পড়ে এই পুজোয়। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন পার্থ। অন্যান্য বছরের মতো এ বছরের উদ্বোধনে দেখা গেল না মুখ্যমন্ত্রীকেও। তবু পুজোর প্রধান উদ্যোক্তার অনুপস্থিতিও দমাতে পারছে না নাকতলা উদয়ন সংঘকে। অন্য বছরের মতো এবারও ভিড়ে ভাসবে মণ্ডপ, এমনটাই আশা আয়োজকদের।
নাকতলা উদয়ন সংঘের পুজোয় এবারের থিম - মোটা কাপড়। স্বাধীনতার ৭৫ বছরকে মনে রেখে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চড়কার জনপ্রিয়তা এবং স্বদেশি আন্দোলনে বাংলার মেয়েদের, মায়েদের ভূমিকাই বর্ণিত হয়েছে পুজোর থিমে।
Editorji Exclusive: -Bagbazar Sarbojonin: বাগবাজারেও থিমের পুজো? ঘুরে দেখল এডিটরজি বাংলা
গত বছর এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছিল পূর্ব বাংলা থেকে চলে আসা উদ্বাস্তুদের জীবনযন্ত্রণার কাহিনী। তার ধারাবাহিকতাতেই এই বছরের প্রস্তুতি।
দেশভাগের পর যখন ভিটেমাটি ছেড়ে এক কাপড়ে এই বাংলায় চলে এসেছিলেন লক্ষ লক্ষ উদ্বাস্তু, তখন পেট চালাতে অনেকেই হাতে তুলে নিয়েছিলেন সুঁচ সুতো। সেই মোটা কাপড়ে মিশে ছিল অস্তিত্ব রক্ষার সংগ্রামের আঁচ। নাকতলা উদয়ন সংঘের মণ্ডপে সুতোয় বোনা হাতের হাতের কাজের বহু নিদর্শনও রয়েছে। সবমিলিয়ে বিতর্ক পেরিয়ে দর্শনার্থীদের মন জয় করতে মরিয়া এই পুজো।