উত্তর কলকাতার পুজো মানেই বনেদিয়ানার সঙ্গে সৃজনশীলতার যুগলবন্দি৷ ঠিক যেমন নলিন সরকার স্ট্রিট। অনবদ্য বিষয় ভাবনায় প্রতি বছর দর্শনার্থীদের আকর্ষণ করে এই পুজো৷ এই বছরও তার ব্যতিক্রম নয়। নলিন সরকার স্ট্রিটের পুজোর এই বছরের থিম 'গর্ভধারিণী'। শিল্পী সুব্রত মৃধা। আবহের দায়িত্বে দীপময় দাস। উদ্যোক্তারা বলছেন, উত্তরের পুজো পরিক্রমা অসমাপ্ত থাকবে নলিন সরকার স্ট্রিটের পুজোয় না এলে।
গর্ভধারিণী মা আমাদের অস্তিত্বের প্রতিটি অনু-পরমাণুতে মিশে থাকেন। তিনি আমাদের ভয়-রাগ-দুঃখ-অভিমান-যন্ত্রণার একমাত্র উপশম। বড় কোনও যন্ত্রণা হোক, বা সামান্য ব্যাথা 'মা' আমাদের প্রথম এবং শেষ আশ্রয়। এই সব অনুভূতি ফুটে ওঠে বিভিন্ন শব্দে। জন্মের পর প্রথম যে শব্দ আমরা উচ্চারণ করি, সেটিও 'মা'। গর্ভধারিনীকে বাদ দিয়ে আমাদের অস্তিত্বের কোনও অর্থ নেই। এ সব কথা, নতুন নয়, আজস্রবার বলা কথা। তবু মায়ের পুজোয় মায়ের কথা উঠবে না? ওটুকুই তো শাশ্বত, মনে করিয়ে দিল নলিন সরকার স্ট্রিটের পুজো।