থিম পুজোর আধিক্য তিলোত্তমায় দক্ষিণ কলকাতাতেই বেশি। কিন্তু হাল ছাড়তে নারাজ উত্তর কলকাতাও। উত্তরের অন্যতম জনপ্রিয় পুজো টালা পার্ক প্রত্যয়। দীর্ঘদিনের পুজো। টালা পার্ক প্রত্যয়ের দুর্গাপুজো এই বছর পড়ল সাতানব্বইয়ে। সেঞ্চুরি থেকে মাত্র তিন পা দূরে৷ ২০১৯ সাল থেকেই নজরকাড়া থিমে দর্শক টানছে এই পুজো। 'রীতি দ্য মোশন'- এটাই এ বছর টালা পার্ক প্রত্যয়ের থিম। বিষয়টা ঠিক কেমন তা জানতে গেলে আসতেই হবে মণ্ডপে। এডিটরজি বাংলার টিম পৌঁছে গিয়েছিল মণ্ডপে।
টালা পার্ক প্রত্যয়ের পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে আড়াই মাস আগে। কখনও প্রবল বৃষ্টি, কখনও কাঠফাটা রোদ। কিন্তু কাজ থামেনি। যেমন দুর্দান্ত মণ্ডপ, তেমনই অভিনব প্রতিমা। পুজোর সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য, শিল্পীদের শ্রমকে এরা মর্যাদা দিতে ভোলেননি। পুজোর প্রস্তুতি পর্বের নানা মুহূর্তের ছবি দিয়ে মন্ডপে ঢোকার মুখে তৈরি হয়েছে আলাদা গ্যালারি। সেটাও বেশ অভিনব। সব মিলিয়ে এই পুজো কিন্তু না দেখলেই নয়।
কলকাতার অধিকাংশ থিম পুজোর মতোই মহালয়াতেই পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় টালা প্রত্যয়ে সেই প্রথম থেকেই দর্শকদের ভিড় রয়েছে।