দীপাবলি আলোর উৎসব। এই কয়েকদিন নানা রঙা আলো দিয়ে সাজিয়ে তোলা হয় ঘর, বাড়ি, জানলা, ব্যালকনি। ফলে বিদ্যুতের বিলটাও বাকি মাসের থেকে কিছুটা হলেও বেশি আসে। কিন্তু তা বলে তো আলো জ্বলবে না এমন হয় না। কিন্তু আলো জ্বলবে অথচ বিদ্যুতের বিলও আসবে ( Electricity Bill Reduce Tips) সাধ্যের মধ্যে। কী ভাবে? জেনে নিন সহজ টিপস।
১. ছুটি দিয়ে দিন পুরানো পাখাকে। বদলে আনুন বিএলডিসি পাখা। এতে কম খরচ হবে বিদ্যুৎ।
২.বাড়ির সব রকমের টুনি বাল্ব, রঙিন আলোর সরকারি রেটিং দেখে কিনুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়।
৩. ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, এসি যে কোনও রকমের গ্যাজেট যথাসম্ভব ফাইভ স্টার রেটেড কিনুন।
৪.বাড়ির পুরানো, বাল্ব, টিউব নির্দিষ্ট সময়ের অন্তর পরিষ্কার করুন। ফিলামেন্টে ধুলো জম্লে বেশি বিল আসে।
আরও পড়ুন - আজ তো ঝলমল করার দিন, দীপাবলিতে শাড়ি বা কুর্তি দুটোই কিন্তু চলতে পারে!
৫. দীপাবলিতে বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। ফলে, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্যে বার বার ফ্রিজ খুলতে হয়। এই অভ্যাস বদলে ফেলুন। যথা সম্ভব কম ফ্রিজ খুলুন। এতে বেশি বিদ্যুৎ খরচ হয়।
৬. এসি, টেলিভিশন শুধু রিমোট নয়। সুইচ বোর্ড থেকে বন্ধ করুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়।