হেমন্তের রুক্ষ শুষ্ক ভাব, শীতের বুক হু হু করা ভাব আমাদের অতীতের কথা মনে করায়। কম বেশি সবারই এটা হয়। তা বলে, শেষ হয়ে যাওয়া সম্পর্কও ফিরে আসে শীত পড়লেই? আবার শীত ফুরোলেই প্রেম ভ্যানিশ! গবেষণা বলছে এটাই কিন্তু নতুন ট্রেন্ড।
শীতে আমাদের মন নাকি একটু উষ্ণতার জন্য ছটফট করে। আর সেটা পাওয়ার সবচেয়ে ভাল উপায় পুরনো প্রেমের কাছে ফেরা। আর শীত ফুরোলে, সেই প্রয়োজন ফুরোয়, ব্যাস! প্রেম ভ্যানিশ। অতীত আবার আগের মতোই অতীত।
ব্রিটেনের পরিসংখ্যান বলছে, শীতে সেখানে ডেট করার চল ৪১ % কমেছে, কারণ একটাই, জিনিস পত্তরের মূল্যবৃদ্ধি! নতুন সম্পর্কে খরচা বেশি, তাই ট্যাকের ওপর চাপও পড়ে বেশি। অন্যদিকে, পুরনো সম্পর্কে দুজনেরই দুজনকে চেনা, ইমপ্রেস করার ব্যাপারও থাকে না। তাই ফিরব ভাবলে পুরনো রাস্তায় নিরাপদ।