বর্ষা চলেই এসেছে। যখন তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ফলে পকেটে থাকা ফোনটা সুরক্ষিত রাখা দায় হয়ে পড়েছে। তাই আজ জেনে নেওয়া যাক ফোন ভিজে গেলে কী করবেন।
১. ফোন যদি বৃষ্টিতে ভিজে যায় প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। এরপর শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিন।
২. বর্ষা দিনে সব সময় সঙ্গে একটি পলিথিন রাখুন। বৃষ্টি হলেই ফোনটি তার মধ্যে রেখে দিন। চাইলে জিপার লক ব্যাগ ব্যবহার করতে পারেন।
৩. ওয়াটারপ্রুফ কভার কিনে নিন। কভারে ফোন রাখলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না।
৪. ফোন যদি ভিজেও চাই সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে চার্জ করবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই চার্জে বসাবেন না। হলে যে কোনও বিপদ ঘটতে পারে।
আরও পড়ুন - বর্ষা মানেই পিঁপড়ের উৎপাত, রইল কয়েকটি সহজ ঘরোয়া টোটকা
৫. ফোনে জল ঢুকে গেলে ফোনটি চালের ড্রামে তিন-চার ঘন্টা রেখে দিন। যা ফোনের ভেতর জমে থাকা জল শুষে নেবে।