ফেসবুক (Facebook) অ্যাপে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল Meta। এবার ফেসবুক অ্যাপেই এক বিশেষ ভিডিয়ো বিভাগ যুক্ত হতে চলেছে। টিকটক (TikTok) অ্যাপে যেভাবে পরপর ভিডিয়ো দেখা যায়, ফেসবুকের এই নতুন বিভাগেও একই ভাবে সোয়াইপ করে পরপর ভিডিয়ো দেখা যাবে। এছাড়া পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে Facebook। ভারতে নিষিদ্ধ হলেও বিশ্বজুড়ে টিকটকের কাছে কড়া প্রতিযোগিতার মুখে পড়েছে মেটা (Meta)-র জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক। তাই তারা এই বিশেষ ফিচার আনতে চলেছে।
ফেসবুক নতুন হোমস্ক্রিনে আগামীতে রিলস (Reels), টিকটকের মতো ভিডিয়ো ও স্টোরিজ্ সব কিছুই একসঙ্গে দেখা যাবে। এছাড়া হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব থাকবে। গ্রাহক যে বিভাগ বা ফিচারটি বেশি ব্যবহার করেন তার শর্টকাট নিজে থেকেই অ্যাপটিতে যুক্ত হবে। পাশাপাশি অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা হবে না।
West Bengal Recrutiment:ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করছে স্বাস্থ্য দফতর
ফেসবুক জানিয়েছে,আগামীতে ফেসবুকের গ্রাহকদের আলাদা আলাদা হোম পেজ থাকবে। মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের হোম পেজ আলাদা করে সাজাবে মেটা। কোম্পানি জানিয়েছে হোম পেজের কয়েকটি ট্যাবে বিজ্ঞাপন দেখানো হবে। তবে ‘Facebook Watch’ ও ‘Groups’ ট্যাবে কোন পরিবর্তন হচ্ছে না।
গত সপ্তাহেই একটা অ্যাকাউন্টের সঙ্গে পাঁচটি অ্যাকাউন্ট লিঙ্ক করার কথা জানিয়েছিল ফেসবুক। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফিচার ব্যবহার করে নির্দিষ্ট কিছু গ্রাহক উপকৃত হবে। বিশেষ করে যে সব গ্রাহক কাজের প্রোফাইল ও ব্যক্তিগত প্রোফাইল আলাদা রাখেন এবার থেকে একবার লগ ইন করেই তাঁরা দুই বা ততোধিক প্রোফাইল ম্যানেজ করার সুযোগ পাবেন।