মায়ের পুরোনো বেনারসির উপর লোভ নেই, এমন মেয়ে খুঁজে বের করা মুশকিল হবে। কয়েক দশক আগের ওই শাড়ির কাজ, ডিজাইন সবেই সাবেক ছোঁয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেনারসির খারাপ হতে শুরু করে। আঁচল কিংবা কুচি থেকে ছিঁড়তে শুরু করে। তাই পুরো শাড়ি নষ্ট হওয়ার আগেই তা দিয়ে বানিয়ে ফেলতে পারেন ডিজাইনার যা লেহেঙ্গা, কুর্তা-প্যান্ট, কিংবা ব্লাউজ।
বেনারসি দিয়ে বানিয়ে ফেলতে পারেন বেশ খানিকটা ঘেরওয়ালা একটি লম্বা স্কার্ট, সঙ্গে পেয়ার করুন শাড়ির জরির রঙের গোল্ডেন কিংবা সিলভার একরঙা টপ, আর একটি ওড়নায় বেনারসির পাড় কেটে বসিয়ে নিতে পারেন।
এছাড়া লম্বা হাতা সব্যসাচী কাটের ব্লাউজও বানাতে পারেন বেনারসির একটা অংশ দিয়ে। যেকোনও হালকা শাড়ির সঙ্গে পেয়ার করুন, একদম হটকে দেখাবে।
এছাড়া, বেনিয়ান কাটিংয়ের কুর্তা, এবং পেন্সিল প্যান্টও বানাতে পারেন। পায়ে কোলাপুরি জুতো, কানে ভারী ঝুমকো, আর হাতে কুন্দনের ব্যাঙ্গেল দিয়ে সাজুন। বিয়ে বাড়িতে আপনাকেই দেখবে।