এখন চাইলেই প্রিয় সেলেবদের ফ্যাশন ট্রেন্ড ফলো করা যায়, কারণ কোন তারকা কবে কোথায় কোন ইভেন্টে কী পরছেন, কেমন দেখাচ্ছে, সবই মুহূর্তের মধ্যে জেনে নেওয়া যায় তাঁদের সোশ্যাল মিডিয়ায় একটু উকি ঝুঁকি মারলেই। তারকাদের ফ্যাশন যদি কম্ফোর্টেবল হয়, তা হলে সে ফ্যাশনকে ফলো করাই যায়। বং সেলেবদের ফ্যাশন ওয়াড্রোবে এখন সবচেয়ে ইন জ্যাকেট (Jacket) কিম্বা শ্রাগ (Shrug)।
ঘরোয়া লুক চাইলে, তাও পাবেন, পার্টি লুকেও মানায়, আবার কর্পোরেট লুকেও বেশ লাগে জ্যাকেট। শ্রাগ না হয় যখন তখন গায়ে চাপানো যায়, ভাবছেন গরমের কলকাতায় জ্যাকেট পরবেন কীভাবে? জ্যাকেট কিন্তু একেবারে হালকা কাপড়েরও হয়। একরঙা জ্যাকেট বেশ একটা কর্পোরেট লুক তৈরি করে, প্রিন্টেড জ্যাকেট আবার কোনও ইভেন্ট বা রেস্তোরা-ক্যাফেতে গেলে মানানসই।
সেলেবদের মধ্যে সোহিনী সরকার (Sohini Sarkar), তৃণা (Trina saha) দুজনেই নানা ইভেন্টে চুটিয়ে পরেন শ্রাগ কিমবা জ্যাকেট। অন্যদিকে মধুমিতা (Madhumita Sarcar) বা মিমিও (Mimi Chakraborty) বেশ স্পোর্টি লুক পেতে ঘনঘন জ্যাকেট পরেন, কখনও ডেনিমের, কখনও বা প্রিন্টেট কাপড়ের।
জ্যাকেট বা শ্রাগের সবচেয়ে সুবিধে হল, জায়গা বুঝে একেকবার একেক পোশাকের সঙ্গে পরলেই লুকের একঘেয়েমি কাটানো যায় খুব সহজে।
শ্রাগ তো গলিয়ে নেওয়া যায় যখন তখন। একরঙা টপ বা কুর্তির সঙ্গে প্রিন্টেড রঙ্গিন শ্রাগ দারুণ মানায়।