Make-up removal tips : দুর্গাপুজোর (Durga Puja 2022) সময় কম-বেশি সবাই মেক-আপ (Make-Up)করেন । আর, কীভাবে মেক-আপ করবেন, পুজোর আগে সেই নিয়ে টিপসেরও ছড়াছড়ি চারপাশে । হালকা মেক-আপের (Durga Puja Makeup) জন্য একরকম, চড়া মেক-আপের জন্য আরেকরকম টিপস । কিন্তু, শুধু মেক-আপ করার টিপস নিলেই হবে, মেক-আপ তোলার কায়দাও তো জানতে হবে । ভাবছেন মেক-আপ তোলার আবার কায়দা কী ? কায়দা আছে, মেক-আপ যদি সঠিক পদ্ধতিতে না তোলা হয়, তাহলে ত্বকের ক্ষতি হতে পারে ।
মেক-আপ তোলার নিয়ম-কানুন আছে । বিশেষ করে, যাঁরা নিয়মিত মেক-আপ করেন না, তাঁদের এই বিষয়টা জেনে রাখা প্রয়োজন । কীভাবে মেক-আপ তুলবেন, তার জন্য রইল কিছু টিপস (Makeup removal tips) ।
আরও পড়ুন, Durga Puja : পার্লারে ভিড় ? পুজোর আগে চকচকে নখ পেতে রইল কিছু ঘরোয়া টোটকা
মেক-আপের কথা আসলেই, প্রথমেই মনে পড়ে যায় আই মেক-আপের কথা । চোখের মেক-আপ তোলার ক্ষেত্রে ভেজা তুলো বা ওয়েট ওয়াইপস ব্যবহার করুন । কখনও ঘষে ঘষে মেক-আপ তুলবেন না । আলতো হাতে মেক-আপ তুলতে হবে । মেক-আপ তোলার সময় প্রয়োজনে ক্রিম বা জেল ব্যবহার করতে পারেন । বা আপনার পছন্দ অনুযায়ী ক্লিনজার ব্যবহার করুন ।
চোখের পর ঠোঁট । ভিজে কটন প্যাডের মাধ্যমে ঠোঁটের মেক-আপ তুলুন ।
সব শেষে, মুখের মেক-আপ । প্রথমে ওয়েট ওয়াইপস দিয়ে মুখটা পরিষ্কার করে নিন । এরপর কটন প্যাডে ফোম বেসড বা আপনার ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার লাগিয়ে মুখ পরিষ্কার করে নিন । চোখ, মুখ, ঠোঁটের মেক-আপ তোলা হলে পছন্দের ফেস-ওয়াশ দিয়ে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিন । তারপর টোনার বা ময়েশ্চরাইজার লাগিয়ে নিন ।
ঠাকুর দেখে যতই ক্লান্ত থাকুন, প্রতিদিনের মেক-আপ প্রতিদিনই তুলে ফেলতে হবে । তা না হলে ত্বকের বড়সড় ক্ষতি হতে পারে ।