পুজো পুজো পুজো (Durga Puja 2023), আর একটা দিন। তারপরই আবার দীর্ঘ এক বছরের অপেক্ষা। তাই আর নতুন জামা তুলে রেখে লাভ নেই। দেবীকে বিদায় জানানোর আগের এই দিনে, আজ সাজ হোক জমকালো।
এদিন একটু অন্যরকম লাগুক আপনাকে। একটি ভারী শাড়ি বেছে নিতে পারেন আজ। সঙ্গে জাঙ্ক জুয়েলারি, ডার্ক করে কাজল, এবং নথ। নথ না থাকলে চলতে পারে যেকোনও বড় নোজ পিন। চুলটা বিনুনি করে কপালে যদি পরেন একটা বড় টিপ, তাহলে আপনার দিক থেকে চোখ ফেরাবে কে?
আরও পড়ুন - পুজোয় অতিরিক্ত খাচ্ছেন চিপস, ঠান্ডা পানীয়, আইসক্রিম? ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা
দেবীর বিদায় বেলার আগে একটিবার এভাবে সাজুন, আপনাকে আর সকলের থেকে একটু আলাদা দেখাবেই৷