এখন আর পুজো শুরু হতে ষষ্ঠী পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হয় না। এখন কার্যত মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজো। ষষ্ঠী তো সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। হাতে কলমে পুজোর প্রথম দিন। এই দিনটা তুলনামূলক ছিমছাম সাজই ভাল লাগবে। কমফোর্ট আর স্টাইলের মিশেলে ষষ্ঠীর দিন সাজবেন কীভাবে? টপ টু বটম টিপস দিচ্ছে এডিটরজি বাংলা।
পোশাক:
অনেকে শাড়িতে স্বচ্ছন্দ অনেকে আবার ড্রেসে। এসবের টানপাড়াপড়িতে না গিয়ে, ষষ্ঠীতে আপনাকে কমপ্লিট লুক দিতে পারে থ্রিপিস বা কোঅর্ড। অর্থাৎ শাড়ি পরা বা সামলানোর এনার্জি পুজোর বাকি দিনের জন্য আরামসে তুলে রাখতে পারেন আপনি। যদি ট্র্যাডিশনাল সাজতে চান তাহলে পরুন জর্জেট, সিল্ক, রেয়ন, কিংবা অরগান্জার থ্রিপিস সেট। অন্যদিকে ওয়েস্টার্ন সাজে পরে নিন যেকোনও ধরণের কোঅর্ড।
চুলে ফুল নইলে খোলা:
যদি বাছেন ট্র্যাডিশনাল থ্রিপিস, সেক্ষত্রে চুল মাঝে সিঁথি করে পিছনে একেবারে নামিয়ে একটি খোঁপা করুন। সঙ্গে জড়িয়ে নিন যেকোনও তাজা ফুলের গাজরা। সাবেক লুক দেবে এই একটা ছোট জিনিস জুড়লেই।
আর কোঅর্ড পরলে চুল খোলাই রাখুন, আজকাল হাইলাইটার স্ট্রিপও পাওয়া যায় ফলস। ওয়েস্টার্ন কোঅর্ড-এর সঙ্গে চুলে একটু রঙ জুড়লে মন্দ হয় না।
মেকআপ মুড:
ট্রেডিশনাল আউটফিটের সঙ্গে হালকা গ্ল্যাম মেকআপ ভাল যায়, অর্থাৎ শিমারি আইমেকাপ। টেনে লাইনার, আর সঙ্গে ডার্ক শেডের লিপস্টিক। হাইলাইটার ব্রাশে একটু বেশি উঠে গেলেও ক্ষতি নেই। আর ভ্রুজোড়ার মাঝে ছোট্ট টিপ তো মাস্ট।
অন্যদিকে কোঅর্ড পরলে মেকআপ রাখুন একেবারে ছিমছাম। ডার্ক কাজল খোলা চুল, গালে ব্লাশ আর ঘন করে মাসকারা পরলেই সাজ হবে সম্পূর্ণ।
ব্যাগ-বাহার:
বোহো বা বানজারা ব্যাগ আপনার গোটা সাজে জুড়ে দেবে একটা নয়া চমক। যাঁদের কাঁধে ব্যাগ বইতে মোটেই ভাল লাগে না, তাঁরা এইবার পুজোয় নিজেদের সংগ্রহে এমন একটি বানজারা ব্যাগ রাখতেই পারেন। পুঁতি, চুমকি, কাচ বা ঝালর, গিনি দিয়ে এই ব্যাগ তৈরি হয়। অত্যন্ত ভাইব্রেন্ট দেখতে এই ব্যাগ ভাল মানাবে থ্রিপিসের সঙ্গে। আর কোঅর্ড পরলে ভাল মানাবে ছোট্ট কোনও পিঠ ব্যাগ।
গয়নাগাটি:
থ্রিপিসের সঙ্গে কেবল পরুন কুন্দন বা ব্রাশের একটি লম্বা ঝোলা দুল। সঙ্গে হাতে একটা মানানসই আংটি, আর কোঅর্ড পরলে কানে থাক ছোট্ট একটা স্টাড আর গলায় একটা মানানসই ছোট্ট পেন্ডেন্ট।
পায়ে কী পরবেন?
ওয়েস্টার্নের সঙ্গে চোখ কান বুজে স্নিকার্স বা Crocs পরতে পারেন, অনেক বেশি স্মার্ট দেখাবে। আর ষষ্ঠীতে ট্র্যাডিশনাল সাজে ভাল মানাবে কোলাপুরি জুতো বা বোহো কোনও পাম্পসু।