পুজোর আর দু'সপ্তাহ বাকি। পাড়ার মোড় থেকে কুমোরটুলি সব জায়গায় শেষ মুহূর্তেই ব্যস্ততা। ইতিমধ্যেই শপিং (Durga Puja Shopping) সেরে ফেলেছেন অনেকেই। কিন্তু অনেকেরই শপিং করা বাকি। তাই আজ রইল বাজেট ফ্রেন্ডলি পাঁচ জায়গার হদিশ। যেখানে কম বাজেটেই পেয়ে যাবেন মনের মতো পোশাক।
১. অনলাইন শপিং অ্যাপগুলিতে এই সময় সেল চলে। ফলে, অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্টের মতো শপিং অ্যাপগুলিতে সহজেই কম দামে মনের মতো জামা কাপড় পেয়ে যাবেন।
২. সস্তায় জামাকাপড় কিনতে হলে হাতিবাগানের জুড়ি মেলা ভার। শুধু জামা-কাপড় নয়, হার, চুরি, কানের দুল থেকে শুরু করে সবই পাবেন এই মার্কেটে।
৩. দক্ষিণ কলকাতার শপিংয়ের জায়গাগুলির মধ্যে অন্যতম একটি স্বর্গরাজ্য হল গরিয়াহাট। জামা-কাপড়, শাড়ি, ব্লাউজ, থেকে ব্যাগ, গয়না কি না আছে এখানে। আর দাম তাও এক্কেবারে আপনার সাধ্যের মধ্যে।
৪. লেটেস্ট ট্রেন্ডি পোশাকের সম্ভার খুঁজছেন অথচ বাজেট কম? তাহলে আপনার জন্য পারফেক্ট জায়গা বিকে মার্কেট। অনলাইনের থেকেও সস্তা এই শপিং মল।
আরও পড়ুন - সামনেই পুজো! পার্লারে গেলেই টাকা বরবাদ, বাড়িতেই করুন ফ্রেঞ্চ ম্যানিকিওর
৫. নিউ মার্কেট হল শপিংয়ের অন্যতম পুরানো জায়গা। জামা, জুতো ব্যাগ, সানগ্লাস, বাড়ি সাজানোর জিনিস পছন্দসই সবই পাবেন এখানে। এছাড়াও পুজোর কয়েকদিন ভাল মন্দ রান্না করার পরিকল্পনা থাকলে একবার ঢুঁ মেরে আসতে পারেন মশলা পাতির দোকানগুলিতে।