আর কদিন পরেই জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মের দিনকেই জন্মাষ্টমী নামে উদযাপন করা হয়। বাঙালি ঘরে সাজিয়ে গুছিয়ে , ভোগ নিবেদন করে গোপাল বা রাধা কৃষ্ণ পুজোর চল রয়েছে। এর আগে এডিটরজি বাংলার লাইফস্টাইল বিভাগে দেখানো হয়েছে কীভাবে নিজের হাতে বানানো যায় গোপালের আসন। আজ টিপস রইল আসনের পাশাপাশি আপনার গোপালকে সাজাবেন কীভাবে?
Janmastami DIY Krishna Aasan: জন্মাষ্টমীতে গোপালের জন্য নিজের হাতেই বানান আসন, শিখে নিন পদ্ধতি
সামনেই পুজো নতুন জামা তো আমরা পরব , কিন্তু জন্মদিনের দিন গোপাল নতুন জামা না পরলে হয়? হালফিলে ঠাকুরেরও নানা ডিজাইনার পোশাক বিক্রি হয়। এই জন্মাষ্টমীতে সিক্যুইন, নেট , লেসের কাজ করা বিভিন্ন পোশাক বেঁচে নিতে পারেন আপনার গোপালের জন্য। এবাদেও জরির কাজ করা নানা জামাও পাওয়া যায়। ঘাগড়া ও পাওয়া যায় গোপালের। জন্মাষ্টমীর দিন গোপালকে স্নান করিয়ে বেছে নিতে পারেন এমনই একটি ডিজাইনার পোশাক।
সঙ্গে গহনাও পরাতে পারেন। রুপোর উপর সোনার জল করা গোপালের মুকুট, বাঁশি, হার , বালায় সাজাতে পারেন আপনার গোপালকে।