তাড়াহুড়ো করে রেডি হয়ে, ঘরে চাবিও দেওয়া হয়ে গেছে, অথচ জুতোটাই পায়ে ফিট হচ্ছে না। এমন সমস্যায় আমরা প্রায়শই পড়ে থাকি। সম্প্রতি অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘীও এমনই এক বিপাকে পড়েছিলেন, রেড কার্পেটে হাঁটতে যাওয়ার আগে, কিছুতেই তাঁর জুতো ফিট হচ্ছিল না।
Tea Skin Care : শীতে মানেই এভরি টাইম ইজ টি টাইম, আবার রূপরুটিনে চা যোগ করলেও ত্বক থাকবে সতেজ
এরপর স্টাইলিং টিমের একটি কৌশলে হয় মুশকিল আসান। একটি ভিডিওতে দেখা গেল, হিলের ভিতরে চুলের স্প্রে ছড়িয়ে দেওয়া হল যাতে তারা তার পায়ের আকারের সাথে পুরোপুরি মানিয়ে যায় জুতোটি। আপনিও তাড়াহুড়োর সময় একটি বার এই হ্যাকটি ট্রাই করতে পারেন কিন্তু।